If You face any problem while reading any article please see this in Desktop mode

freedom fighters and their contribution in india in bengali

 

 ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলা(freedom fighters of india and their contribution)


freedom fighters and their contribution in india in bengali
freedom fighters and their contribution in india in bengali


নমস্কার

            বন্ধুরা

আজকের বিষয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলা(freedom fighters of india and their contribution)আপনারা পড়ুন অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে সামনে আসার পরীক্ষাগুলোর জন্য নিজেকে তৈরি করুন এছাড়া অন্যান্য মক টেস্ট টপিক বিষয় জানতে চাইলে উপরের মেনুবারে ক্লিক করুন



* অ্যানি বেসান্ত ( ১৮৪৭-১৯৩৩ ) 

থিওসফিকাল সােসাইটি প্রতিষ্ঠা করেন ।

 ০ ভারতীয় হােমরুল লিগের প্রতিষ্ঠাতা । 

০ ১৯১৭ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হন ।

o ' New India ' এবং ' Common Wealth ' এই দুই পত্রিকার সম্পাদনা করেন ।

ভগত সিং ( ১৯০৭-১৯৩১ ) 

* Hindustan Socialist Republican Army- র সদস্য ছিলেন 

০ ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে ' নওজোয়ান ভারত সভা ’ - প্রতিষ্ঠা করেন । 

০ ১৯২৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন । 

০ লাহাের ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন । 

লালা লাজপত রাই মৃত্যুর প্রতিশােধ নেওয়ার জন্য মিঃ স্যান্ডার্সকে হত্যা করেন ।

 ০ চন্দ্রশেখর আজাদ - এর নেতৃত্বে তিনি Hindustan Republic Association পুনপ্রতিষ্ঠিত করেন । নাম পরিবর্তন করে রাখেন Hindustan Socialist Republican Association . .

* বিখ্যাত পুস্তিকা Why I am Atheist- এর লেখক । 

০ বটুকেশ্বর দত্তের সঙ্গে মিলিত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভায়  দুটি নােম নিক্ষেপ করেন । পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউটস বিলের প্রতিবাদের বিরুদ্ধে । 

০ ১৯৩১ খ্রিস্টাব্দে ২৩ মার্চ রাজগুরু এবং সুখদেবের সঙ্গে তাকে লাহাের জেলে ফাসি দেওয়া হয় । 

( freedom fighters and their contribution in india in bengali if you want to pdf on this topic writ down below)

বদরুদ্দিন তায়েবজি ( ১৮৪৪-১৯০৬ ) 

 বােম্বের প্রথম ব্যারিস্টার হন । 

* বােম্বে প্রেসিডেন্সি অ্যাসােসিয়েশন ও বােম্বে লেজিসলেটিভ কাউন্সিল - এর সদস্য ।

* মাদ্রাজে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রতিনিধি 


বিপিনচন্দ্র পাল ( ১৮৫৮-১৯৩২ )

 Father of Revolutionary Thought in India ' alca পরিচিত ।

 n ‘ পরিদর্শক ’ নামক সাপ্তাহিক পত্রিকা শুরু করেন এবং ' New India ' নামক পত্রিকা শুরু করেন ।

 ০ প্রথমে নরমপন্থী জাতীয়তাবাদী থাকলেও পরে স্বরাজ ও স্বদেশি  আন্দোলনে যােগদান করেন । ]

০ ১৯০৬ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘােষের সঙ্গে ‘ বন্দেমাতরম ' -এর সম্পাদনা করেন ।

 চন্দ্রশেখর আজাদ ( ১৯০৬-১৯৩১ )

 ০ ইনি ছিলেন স্বশস্ত্র বিপ্লবী এবং হিন্দুস্তান সােশ্যাল রিপাবলিক আর্মির সদস্য ।

 ০ অসহযােগ আন্দোলনের সময় তিনি বন্দি হন এবং কোর্টে বারংবার তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি ‘ আজাদ ’ কথাটি বলেন  এই থেকে ‘ আজাদ ’ উপাধি পান । 

০ কাকোরি ষড়যন্ত্র মামলা , দ্বিতীয় লাহাের ষড়যন্ত্র মামলা , লাহােরে  স্যান্ডার্সকে হত্যা এবং কেন্দ্রীয় আইন সভায় বােমা নিক্ষেপ এরকম একাধিক ঘটনার সঙ্গে জড়িত । 

০ শপথ করেছিলেন জীবিত থাকাকালীন ব্রিটিশদের ধরা দেবেন না । 

o Hindustan Republican Socialist Association - 43 প্রতিষ্ঠাতা ছিলেন রামপ্রসাদ বিসমিল । তার মৃত্যুর পর তিনিই প্রথম এটি পুনর্গঠন করেন ।

০ এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে পুলিশের হাতে ধরা পড়ার সময় ১৯৩১ খ্রিস্টাব্দে ২৭ ফেব্রুয়ারি তিনি আত্মহত্যা করেন ।

 

চিত্তরঞ্জন দাস ( ১৮৭০-১৯২৫ ) 

০ পেশাগতভাবে আইনজীবী এবং আলিপুর বােমা মামলায় অরবিন্দ ঘােষের পথে সওয়াল করেন । 

০ তিনি ১৯২৩ খ্রিস্টাব্দে সর্বভারতীয় স্বরাজ পার্টি গঠন করেন ।

 ০ ১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন । 

০ তিনি হিন্দু - মুসলিম সমন্বয়ের লক্ষ্যে ' Das formula ' তৈরি করেন 

০ ‘ নারায়ণ ’ নামক মাসিক বাংলা পত্রিকা এবং ' Forward ' নামক একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন । 

০ ১৮৯৫ সালে মালঞ্চ ( কবিতা ) , ১৯০৪ খ্রিস্টাব্দে মালা ’ , ১৯১৫ খ্রিস্টাব্দে ‘ অন্তর্যামী ’ এবং ১৯১৩ খ্রিস্টাব্দে ' সাগর সংগীত নামক গ্রহে কাজ করেন । 


দাদাভাই নৌরজি ( ১৮২৫-১৯১৭ )

 ০ ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজের দাবি উত্থাপন করেন ।

 ০ তিনি প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবে যিনি ' House of Commance'- এর সদস্য হিসেবে নির্বাচিত হন ১৮৯২ সালে । 

০ তিনি তার ' Poverty & Un - British Rule in India ' ( ১৯০১ ) গ্রন্থে ভারত থেকে সম্পদের বহির্গমন তত্ত্বের কথা বলেন । 

০ তিনি ' Indian Gladstone ' , ' Grand old man of India ' প্রভৃতি উপাধি পান ।।

 ০ ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে সুপরিচিত ।

 ০ ' Poverty ' এবং ' Un - British Rule in India ' -বইয়ের লেখক । ]

 ১৮৭৬ খ্রিস্টাব্দে জাতীয় আয়ের প্রথম হিসাব পেশ করেন । ১৮৮৬ , ১৮৯৩ এবং ১৯০৬ তিনবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন । 

০ ১৮৮৩ সালে দৈনিক পত্রিকা ' Voice of India ' প্রকাশ করেন ।

 o ' Gyan Prasarak Mandali'- এর প্রতিষ্ঠাতা  এই সংস্থাটি  বয়স্কদের মধ্যে শিক্ষার বিস্তার করা ।

 

ডঃ ভীমরাও রামজী আম্বেদকর ( ১৮৯১-১৯৫৬ )

 ০ নিম্নশ্রেণির মানুষের নেতা ছিলেন । য তিনি Depressed Classes Institution ( ১৯২৪ ) এবং সমাজ সামন্ত সংঘ ( ১৯২৭ ) প্রতিষ্ঠা করেন ।

০ তিনটি গােলটেবিল বৈঠকেই তিনি অংশগ্রহণ করেন এবং গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন ( ১৯৩২ ) । 

০তিনি গভর্নর জেনারেলের Executive Council- এর সদস্য ছিলেন এবং ' Indian Labour Party ' ও ' Scheduled Caste Federation ' গঠন করেন । 

০তিনি ভারতীয় সংবিধানের ' Drafting Committee ' -র সদস্য ছিলেন ।

০স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে ' Hindu Code | Bill'- এর প্রস্তাবনা করেন ।

 ০. ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি ' Republican Party ' তৈরি করেন । 

বাল গঙ্গাধর তিলক ( ১৮৫৬-১৯২০ ) 

০ পুনার চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান , চরমপন্থী রাজনীতিবিদ । 

০ ১৮৮০ খ্রিস্টাব্দে ‘ পুনা নিউ ইংলিশ স্কুল ’ , ১৮৮৪ খ্রিস্টাব্দে ‘ ডেকান এডুকেশন সােসাইটি ' , ১৮৮৫ খ্রিস্টাব্দে ‘ ফাণ্ডসন কলেজ প্রতিষ্ঠা করেন ।

 ০ তিনি মারাঠি ভাষায় ‘ কেশরী ’ ও ইংরেজি ভাষায় ‘ মারহাট্টা নামক পত্রিকা প্রকাশ করেন ।

 ০ তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহারাষ্ট্রে গণপতি উৎসব ( ১৮৯৩ খ্রিস্টাব্দে ) ও শিবাজী উৎসব ( ১৮৯৫ খ্রিস্টাব্দে ) প্রবর্তন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ০ ১৮৯৬ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের ঔদাসীন্য নীতির প্রতিবাদে ব্যাপক গণ সচেতনতা গড়ে তােলেন । 

০ ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলনেও অংশগ্রহণ করেন ।

 ০ জনপ্রিয়তার জন্য তিনি ‘ লােকমান্য ’ অভিধায় ভূষিত হন ।

 ০ ভ্যালেন্টাইন তাকে ' Father of Indian Unrest ' বলেন ও গান্ধীজি বলেন ' Maker of Modern India ' . 

০ ‘ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটা অর্জন করবই ' — তার এই উদ্ধৃতির জন্য তিনি খ্যাত । 

০ স্বদেশি অন্যতম প্রধান নির্মাতা তিনি ।

০হােমরুল লিগ নির্মাণ করেন স্বরাজের উদ্দেশ্যে । 

০ ' Gita Rahasya ' এবং ' The Arctic Home in the Vedas' বইয়ের লেখক । 

০ ১৯২০ সালে ১ আগস্ট মহাত্মা গান্ধী অসহযােগ আন্দোলন  শুরু করেন  সেই দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।


লালা লাজপত রাই ( ১৮৬৫-১৯২৮ )

 ০ পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন এবং আর্য সমাজ ও শুদ্ধি আন্দোলনে যোগদান করেন । 

০ ১৮৮৮ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে যােগদান করেন । 

০ চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী এই রাজনীতিবিদ মনে করতেন  ভিক্ষানীতি বর্জন করে আত্মশক্তি ও আত্মত্যাগের মাধ্যমে  দেশবাসী স্বাধীনতা লাভ করবে ।

 ০ তিনি নিষ্ক্রিয় প্রতিরােধে অর্থাৎ স্বদেশি ’ ও ‘ বয়কটের ' পূর্ণ সমর্থক ছিলেন । 

০ স্বরাজ্য দলে তিনি যােগদান করেন । 

০ ১৯১৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট করার আন্দোলনে সামিল হওয়ায় পুলিশের লাঠির আঘাতে প্রাণ হারান । 

০ তার রচিত গ্রন্থ ' ইয়ং ইন্ডিয়া ' , ইংল্যান্ড ডেবট টু ইন্ডিয়া ’ , ‘ দ্য  পলিটিক্যাল ফিউচার অব ইন্ডিয়া ।

 ০ ১৮৮৯ খ্রিস্টাব্দে INC- এর বােম্বে অধিবেশনে দুটি স্বাধীনতা  সংগ্রামী নেতা বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধরের তিলকের  সঙ্গে যুক্ত হন । এই ত্রয়ী ‘ লাল - বাল - পাল ’ নামে খ্যাত ।

 ০ বিপিনচন্দ্র পাল এবং লােকমান্য তিলকের সঙ্গে বরাবর স্বদেশী আন্দোলনের পথিকৃৎ ছিলেন । 

০ ১৮৯৫ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গঠনে প্রচেষ্টা করেছিলেন । 

০ ১৯২০ খ্রিস্টাব্দে ' AlLIndia Trade Union Congress'- এর প্রথম সভাপতি হয়েছিলেন । 

o ' Servants of People ' সােসাইটির প্রতিষ্ঠা করেন তিনি  দেশের স্বাধীনতা আন্দোলন এবং সমাজ সংস্কার আন্দোলনের জন্য কাজ করে এই সংস্থা । 


অরবিন্দ ঘােষ ( ১৮৭২-১৯৫০ )

 ০ বাঙালি চরমপন্থী বিপ্লবী , বরােদা কলেজের অধ্যাপক এবং অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতি নামক দুই বিপ্লবী গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন । 

০ ইন্দুপ্রকাশ পত্রিকায় ' New Lamp for the Old ' শীর্ষক প্রবন্ধ প্রকাশের মাধ্যমে নরমপন্থী রাজনীতির তীব্র সমালােচনা করেন

০ ‘ বন্দেমাতরম্‌ ’ , ‘ কর্মযােগিনী ’ ও ‘ ধর্ম ’ পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত হন । 

০ ১৯০৮ খ্রিস্টাব্দে আলিপুর বােমা মামলায় ধৃত হলেও চিত্তরঞ্জন দাশের সহায়তায় মুক্তি পান ।

o চিত্তরঞ্জন দাশ তাকে ‘ স্বদেশপ্রেমের কবি , জাতীয়তাবাদের । দার্শনিক ও মানবতার প্রেমিক বলেছেন ।

( freedom fighters and their contribution in india in bengali if you want to pdf on this topic writ down below)

 খান আব্দুল গফফর খান ( ১৮৯০-১৯৮৮ )

 ০ উপাধি - সীমান্ত গান্ধী , বাদশাহ খান , সারহাদি গান্ধী , ফকেরই আফগান ।

০ ‘ লাল কোর্তা ’ , ‘ খােদাই খিদমতগার ’ নামক বাহিনী গড়ে তােলেন । 

০ তিনি অসহযােগ , আইন অমান্য ও ভারত ছাড়াে আন্দোলনে যােগ দেন । 

০ তিনি ‘ পাখতুন ' নামে একটি পত্রিকা প্রকাশ করেন । পরে যার নাম হয় দত্ত রােজা । 

০ ১৯৮৭ সালে ভারতরত্ব লাভ করেন । লালা হরদয়াল ( ১৮৮৪-১৯৩৯ ) 

০ দিল্লির সশস্ত্র বিপ্লবী , তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন আদায়ে চেষ্টা করেন ।

 ০ ১৯১৩ খ্রিস্টাব্দে সানফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন  

০ ' Wealth of Nations ' , ' Hints for Self Culture ' গ্রন্থগুলি রচনা করেন । 

মৌলানা আবুল কালাম আজাদ ( ১৮৮৮-১৯৫৮ ) 

০স্বদেশি আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসে যােগদান করেন ।

০ খিলাফৎ কমিটির প্রেসিডেন্ট ছিলেন , দিল্লিতে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন , কংগ্রেসের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন । 

০ তিনি সিমলা বৈঠক ( ১৯৪৫ খ্রিস্টাব্দে ) ও ক্যাবিনেট মিশনে । ( ১৯৪৬ খ্রিস্টাব্দে ) যােগদান করেন । ১৯৪৬ খ্রিস্টাব্দে সংবিধান সভার সদস্য হন এবং স্বাধীন । ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন ।

 ০তার লেখা গ্রন্থের নাম ' India Wins Freedom ' । 

০আরবি , ইংরেজি , উর্দু , হিন্দি , পার্সি এবং বাংলায় পারদর্শী ছিলেন ।

 o ' ALHilal ' নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ।

০ [ ১৯৯২ সালে মরণােত্তর ভারত - রত্ন পান । 

০ ১৯২৩ খ্রিস্টাব্দে ও ১৯৪০ খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন । 

০ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী । 

০ ১৮৮৮ খ্রিস্টাব্দে ১১ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন ।

০ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার দুই বিপ্লবী অরবিন্দ ঘােষ এবং শ্যাম সুন্দর চক্রবর্তীর সঙ্গে বৈপ্লবিক আন্দোলনে যােগদান 

০ উত্তর ভারত এবং বােম্বেতে গােপনে বৈপ্লবিক কেন্দ্র স্থাপন করতে সাহায্য করেছিলেন । 

০ ১৯৩১ খ্রিস্টাব্দে ধরসনা সত্যাগ্রহের অন্যতম প্রধান সংগঠক ।

০ 1920 সালে ' Jamia Milia Islamia ' প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন । 

মাদাম ভিকাজি রুস্তাম কামা ( ১৮৬১-১৯৩৬ ) 

০ এই পার্সি মহিলা ভারতীয় তরুণদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে লন্ডনে ' Free India Society ' এবং ' বন্দেমাতরম ' নামক দুটি সংঘ প্রতিষ্ঠা করেন । 

o বিদেশ থেকে ভারতীয়দের অস্ত্র পাঠানাে ও ভারতীয় বিপ্লবীদের অস্ত্রচালনা শিক্ষা দেওয়ায় রত ছিলেন । 

০ ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানিতে আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে যােগদান করেন । 

০ তাকে ভারতীয় বিপ্লববাদের জননী ’ বলা হয় । মদনলাল ধিংড়া ( ১৮৮৩-১৯০৯ )

 ০ লন্ডনে বাসকারী ভারতীয় জাতীয়তাবাদী নেতা । 

০তিনি লন্ডনে ইন্ডিয়ান হােমরুল সােসাইটি , ইন্ডিয়া হাউসের সদস্য ছিলেন । 

০ লন্ডনের বুকে প্রকাশ্য সভায় কার্জন উইলিকে হত্যা করেন । ( ১৯০১ খ্রিস্টাব্দে ১ জুলাই ) । 

০ বিচারে ধিংড়ার ফাসি হয় । মহম্মদ আলি জিন্ন ( ১৮৭৬-১৯৪৮ ) 

০ তিনি গােপাল কৃষ্ণ গােখলের আদর্শে উদ্বুদ্ধ হন ।

০ ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিমদের পৃথক নির্বাচনের দাবির বিরােধিতা করেন । 

০ ১৯১৩ খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লিগে যােগদান করেন এবং লক্ষেী চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ।

 ০ ১৯১৭ খ্রিস্টাব্দে অ্যানি বেসান্তের হােমরুল আন্দোলনে যােগদান করেন ।

০ গান্ধীজির কংগ্রেসে যােগদানের পর কংগ্রেসের সঙ্গে তার । মতানৈক্য হয় এবং কংগ্রেসের বিরােধিতা করেন । 

০ ১৯২৯ খ্রিস্টাব্দে চোদ্দো দফা দাবি উপস্থাপন করেন ।

 ০ লাহাের অধিবেশনে মুসলিম লিগের পৃথক পাকিস্তান রাষ্ট্রের স্বপক্ষে মত দেন ।

 ০ তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ।। 

সরােজিনী নাইডু ( ১৮৭৯-১৯৪৯ ) । 

০Nightangles of India ' alica of floor 

০ গান্ধীজির ডান্ডি অভিযানে তিনি অংশগ্রহণ করেন এবং ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেন । 

০. উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর । 

০ উত্তরপ্রদেশের মানুষ , একজন জাতীয়তাবাদী ও কবি ।।

০তাঁর বিখ্যাত কবিতাগুলি হল— The Golden Threshold ' , The Feather of the Dawn ' , The Bird of Time ' , ' The Broken Wing ' !


রাসবিহারী বসু ( ১৮৮৬-১৯৪৫ ) 

০ বাংলার বিপ্লবী জাতীয়তাবাদী নেতা । 

০ লর্ড হার্ডিঞ্জের উপর বােমা নিক্ষেপের ঘটনা লাহাের ষড়যন্ত্র  মামলায় তিনি অভিযুক্ত হন । কিন্তু কোনােক্রমে জাপানে পালিয়ে যান ।

০ তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন , কিন্তু এর কার্যভার  তুলে দেন সুভাষচন্দ্র বােসের হাতে ।। 

০ ১৯৪৫ খ্রিস্টাব্দে টোকিওতে তার মৃত্যু হয় । 

আসফাকুল্লা খান ( ১৯০০-১৯২৭ )

 ০ Hindustan Republican Association -এর এক সদস্য ।

 ০ রামপ্রসাদ বিসমিল সঙ্গে সক্রিয়ভাবে কাকরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন । 

০ ১৯ ডিসেম্বর ১৯২৭ খ্রিস্টাব্দে ফরিদাবাদে সংশােধনাগারে তাকে ফাসি দেওয়া হয় ।

০ ফাসিকাঠের সময় তিনি বলেন — মানুষের হত্যার জন্য আমার হাত ময়লা হয়নি , ভগবান আমাকে বিচার দেবেন 

মদন মােহন মালব্য ( ১৮৬১-১৯৪৬ )

 ০ শিক্ষাবিদ , উকিল এবং স্বাধীনতা সংগ্রামী নেতা ।

 ০ ১৯১৬ খ্রিস্টাব্দে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন । 

০ প্রথম গােলটেবিল বৈঠকে ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন ।

 ০ The Leader দৈনিক পত্রিকা এলাহাবাদ থেকে প্রকাশ করেন । 

০ ১৯০৯ , ১৯১৮ , ১৯৩২ এবং ১৯৩৩ মােট চারবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন । ] 

২০১৪ সালে মরণােত্তর ভারত - রত্ন দেওয়া হয় ।

( freedom fighters and their contribution in india in bengali if you want to pdf on this topic writ down below)

 চক্রবর্তী রাজা গােপালাচারী ( ১৮৭৮-১৯৭২ )

 ০ তামিলনাড়ু নিবাসী রাজনীতিবিদ  য তিনি ছিলেন একাধারে উকিল ও স্বাধীনতা সংগ্রামী রাজাজি ও সিআর নামেও তিনি পরিচিত ছিলেন । 

০ ভারতের প্রথম ও শেষ গভর্নর ছিলেন তিনি । 

D লবণ আইন ভঙ্গের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় ।

 ০ ১৯৩৭ খ্রিস্টাব্দের নির্বাচনে তিনি মাদ্রাজের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন । 

০ ১৯৪৭ খ্রিস্টাব্দের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলার গভর্নর । ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ।

 ০ ১৯৫২-১৯৫৪ সাল পর্যন্ত মাদ্রাজে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ।

 ০ ১৯৫৪ সালে ডঃ এস রাধাকৃষ্ণন ও সি ভি রমনের সঙ্গে ভারত রত্ন পুরস্কার গ্রহণ করেন । 

০ তিনি ১৯৫৯ সালে রাজা গােপালাচারীর স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেন । উল্লেখ্য তিনি গান্ধীজির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ।

বিনায়ক দামােদর সাভারকর ( ১৮৮৩-১৯৬৬ )

 ০ ১৮৯৯ খ্রিস্টাব্দে ‘ মিত্রমেলা ’ নামক সংঘ 

০ ১৯০৪ খ্রিস্টাব্দে ‘ অভিনব ভারত ’ নামক সংঘ স্থাপন করেন । ] 

০ ১৯০৬ খ্রিস্টাব্দে লন্ডনে যান বােম্বাইয়ের বিপ্লবীদের কাছে  অস্ত্র ও বােমা তৈরির নিয়মাবলি পাঠাতে । 

০ তার প্রেরিত অস্ত্রের সাহায্যেই ১৯০৯ খ্রিস্টাব্দে অনন্ত লক্ষণ  কানহেরী নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করেন ।

 ০ নাসিক ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন ।

 ০ ‘ বীর সাভারকার ' উপাধি পান । প্রতিষ্ঠা করেন । 

 ( freedom fighters and their contribution in india in bengali if you want to pdf on this topic writ down below)

 বাসুদেব বলবন্ত ফাড়কে ( ১৮৪৫-১৮৩৩ )

 ০মহারাষ্ট্রে বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে তােলেন । 

০ বােম্বাই প্রেসিডেন্সিতে দুর্ভিক্ষের সময় ব্রিটিশ সরকারের উদাসীনতা লক্ষ করে তিনি রামমাশি , ভীল , কোল , ধাঙর প্রভৃতি উপজাতীয় সম্প্রদায়ের মানুষদের নিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন । গড়ে তােলেন ।

 ০ ১৮৭৯ খ্রিস্টাব্দে বন্দি হন ও যাবজ্জীবন দ্বীপান্তর হয় । 

০ রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক ’ বলে অভিহিত করেন ।

 গােপালকৃষ্ণ গােখলে ( ১৮৬৬-১৯১৫ ) 

০গান্ধীজির রাজনৈতিক গুরু । 

০জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে সভাপতিত্ব করেন । 

০ ১৯০৫ খ্রিস্টাব্দে ' Servants of India Society ' প্রতিষ্ঠা করেন । 

০ পুনের এক স্কুলে সহকারী মাস্টার হিসেবে জীবিকা শুরু করেন । 

০ The Ilitavada ' ( ১৯১১ ) দৈনিক ইংরেজি পত্রিকার প্রতিষ্ঠাতা ।

 ডঃ জাকির হােসেন ( ১৮৯৭-১৯৬৯ ) 

০ শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী । 

০ ১৯৩৭ খ্রিস্টাব্দে ওয়ার্ধায় শিক্ষা সংক্রান্ত জাতীয় অধিবেশনে অংশগ্রহণ করেন ।

 ০ ১৯৬৩ খ্রিস্টাব্দে ‘ ভারতরত্ন ’ লাভ করেন । উঃ রাজেন্দ্র প্রসাদ ( ১৮৮৪-১৯৬৩ ) 

০অসহযােগ আন্দোলন , চম্পারণ সত্যাগ্রহ , ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেন ।

 ০ পাটনায় ' National College ' প্রতিষ্ঠা করেন । 

০ সংবিধান সভার সভাপতিত্ব করেন । 0 স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট । 

০ ১৯৬২ সালে ভারতরত্ন ' উপাধি লাভ করেন । 

০ ‘ দেশ ’ নামক হিন্দি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেন ।

( freedom fighters and their contribution in india in bengali if you want to pdf on this topic writ down below)


Post a Comment

1 Comments

>