If You face any problem while reading any article please see this in Desktop mode

what is election commission-Know Article 324 for UPSC in bengali

 

ভারতে নির্বাচন কমিশন

( Election Commission of india)

election commission of india,election commission,chief election commissioner of india,election commission of india upsc,election commision of india,india,role and function of election commission of india,chief election commissioner,election commission upsc,ec india,election commission of india 2019,election commission of india 2018,election commission of india 2022,election commission of india form 6,what is election commission of india


আজকের বিষয়ভারতে নির্বাচন কমিশন কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর  যেখান থেকে অনেক প্রশ্ন আসে তাই মন দিয়ে পুরো টা পর অনেক জিনিস পরিষ্কার হবে  

1. ভারতের নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ( Basic ) features ) উল্লেখ কর

উত্তর ভারতের নির্বাচন ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল— ( ) ভারতে প্রত্যেকের জন্য সমান ভোটাধিকারের নীতি স্বীকার করা হয়েছে এখানে সকলে মাথাপিছু একটি ভোট দেওয়ার অধিকার ভোগ করেন ( ) ভারতে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সমসংখ্যক প্রতিনিধি নির্বাচিত হন ( ) ভারতে রাজনৈতিক দল ব্যক্তিনির্বিশেষে নির্বাচনী প্রার্থী হওয়ার অধিকার দেওয়া হয়েছে

2. ভারতে নির্বাচন কমিশন ( Election Commission ) কিভাবে গঠিত হয় ?

উত্তর নির্বাচন কমিশন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অথবা মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কয়েকজন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় [ ৩২৪ ( ) ধারা ] অন্যান্য নির্বাচন কমিশনারের সংখ্যা সম্পর্কে সংবিধানে কিছু বলা হয়নি অন্যান্য কমিশনারের প্রয়োজনীয়তা সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন

 3. গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের তাৎপর্য ( Significance ) কি ?

 উত্তর জনগণ যোগ্য , বিজ্ঞ , দক্ষ প্রার্থী নির্বাচন করতে পারলে তবেই সুষ্ঠুভাবে প্রয়োজনীয় আইন প্রণীত হবে এবং সাফল্যের সঙ্গে শাসনকার্য সম্পাদিত হবে গণতান্ত্রিক শাসনব্যবস্থার উৎকর্ষের মান নির্বাচিত প্রার্থীদের গুণগত যোগ্যতার ওপর নির্ভরশীল সুতরাং , গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্যের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করা জনগণের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশেষ ন্যায্যভাবে বিচার - বিবেচনার সঙ্গে ভোটাধিকার ব্যবহারের ওপর গণতন্ত্রের সাফল্য নির্ভর করে

4. ভারতে নির্বাচনী আচরণ ( Code of conducts ) সম্পর্কিত আলোচনায় উল্লেখযোগ্য উপাদানগুলি কি কি ?

 উত্তর ভারতে নির্বাচনী আচরণ সম্পর্কিত আলোচনায় উল্লেখযোগ্য উপাদানগুলি হলজাতি , ধর্ম , ভাষা , সম্প্রদায় , রাজনৈতিক মতাদর্শ , অর্থ , রাষ্ট্রনেতার ভাবমূর্তি প্রভৃতি

 5. নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকাল ( Terms ) সম্পর্কে লেখ

 উত্তর নির্বাচন কমিশনের সদস্যদের এবং আঞ্চলিক নির্বাচন কমিশনারদের চাকরীর শর্তাদি কার্যকাল রাষ্ট্রপতি স্থির করেন   রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রণীত আইনানুসারে এই ক্ষমতা প্রয়োগ করেন বছরের জন্য মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয় প্রকৃত প্রস্তাবে মুখ্য নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারদের চাকরীর শর্ত , কার্যকাল প্রভৃতি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত হয়

 6. নির্বাচকমণ্ডলী ( Electorate ) বলতে কি বোঝায় ? গণতন্ত্রের প্রধান স্তম্ভ ( Foundation of democracy ) কি ?

 উত্তর উইলোবি ( Willoughby ) - মতে , প্রতিনিধিমূলক শাসনব্যবস্থার মূল ভিত্তি হল নির্বাচকমণ্ডলী গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হল নির্বাচন ব্যবস্থা

7. নির্বাচনে অসাধু আচরণ ( Dishonest behaviours ) বলতে কি বোঝায় ?

উত্তর নির্বাচনে অসাধু আচরণ বলতে বোঝায় নির্বাচনের দিন নির্বাচকদের জন্য পরিবহনের ব্যবস্থা করা , উৎকোচ প্রদান , নির্বাচন কেন্দ্র থেকে ভোটপত্র অপসারণ ইত্যাদি

 . ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ( Universal adul franchise ) ভোটাধিকারের কয়েকটি ত্রুটির ( defects ) উল্লেখ কর

উত্তর ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কয়েকটি ত্রুটি হল : রাজনৈতিক বিবেচনাবোধের অভাব , ভোটদানের কম হার , বিশৃঙ্খলার সৃষ্টি , ভাবাবেগের প্রাধান্য , অশিক্ষিত ভোটদাত শক্তিশালী বিরোধী দলের অভাব , রাজনৈতিক দলগুলির মিথ্যাচা ইত্যাদি  

 

9. নির্বাচনী আচরণবিধি ( Code of conduct ) প্রণয়নে নির্বাচন কমিশনের ভূমিকাটি উল্লেখ কর

 উত্তর নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নির্বাচনবিধি জারী করা দেশের নির্বাচনকে যথাযথভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করে থাকে রাজনৈতিক দলগুলি যাতে নির্বাচনের প্রাক্কালে হিংসার সাহায্য গ্রহণ না করে , সরকারী দল যাতে সরকারী ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত না করতে পারে তার জন্য নির্বাচনবিধি জারী করা হয়

10. তুমি কি মনে কর গণতন্ত্রের সাফল্যের জন্য ভোটাধিকার অপরিহার্য ( Essential ) ?

উত্তর ভোটাধিকার সকল প্রকার রাজনৈতিক অধিকারের মূল উৎস হিসাবে পরিগণিত হয় ফরাসি দার্শনিক রুশোকে অনুসরণ করে বলা যায় যে , গণতন্ত্রে জনমত বা সাধারণের ইচ্ছাই ( General vill ) হল সার্বভৌম শক্তির আধার অর্থাৎ , রাষ্ট্রের জনগণই ভারতের নির্বাচ সার্বভৌম শক্তির অধিকারী জনগণের এই শক্তি ভোটদানের মাধ্যমেই প্রকাশিত হয় সুতরাং , গণতন্ত্রে ভোটাধিকারের গুরুত্ব তাৎপর্য সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই

 11. কি কারণের জন্য একজন ব্যক্তিকে ভোটাধিকার থেকে বঞ্চিত ( Deprived ) করা যায় ?

উত্তর কতকগুলি কারণে ব্যক্তিকে ভোটাধিকার দেওয়া হয় না এই সমস্ত কারণগুলি হল : ভারতে বসবাস না করা , উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলে ঘোষিত , আদালত কর্তৃক ভারতীয় দণ্ডবিধির বিশেষ ধারা অনুসারে অপরাধী বলে সাব্যস্ত ; নির্বাচন সম্পর্কিত বে - আইনী কাজ বা অসাধু আচরণ প্রভৃতি

12. নির্বাচন প্রার্থীদের অযোগ্যতা ( Disqualifications ) সম্পর্কে ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় কি বলা হয়েছে ?

 উত্তর ১৯৫১ খ্রিস্টাব্দের জনপ্রতিনিধিত্ব আইনে আইনসভার সদস্যপদ প্রার্থীদের অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে কতকগুলি কারণের জন্য ব্যক্তি আইনসভার সদস্যপদ লাভের অযোগ্য বলে গণ্য হবেন এই কারণগুলি হল : নির্বাচন সম্পর্কিত অপরাধ বা দুর্নীতিমূলক কাজকর্মের জন্য আদালত কর্তৃক নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধী সাব্যস্ত হওয়া , বা নির্বাচনী ব্যয়ের হিসাব পেশ না করা , দুর্নীতি বা আনুগত্যহীনতার জন্য সরকারী চাকরী থেকে বরখাস্ত হওয়া অথবা সরকারের আর্থিক স্বার্থসংযুক্ত পরিচালক ম্যানেজিং এজেন্ট বা অন্য কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা ইত্যাদি

13. ভারতে নির্বাচন কমিশনের কাজগুলি ( Functions ) কি কি

 

 নির্বাচন কমিশনের কাজগুলি হল : ( ) সংবিধান দেশের সাধারণ আইন অনুসারে নির্বাচন কমিশন পার্লামেন্ট , রাজ্যবিধানসভা এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তদারকি পরিচালনা করে ( ) নির্বাচন কমিশন নির্বাচন সম্পর্কিত যে কোনো বিরোধ নিয়ে তদন্ত করার জন্য তদন্ত কমিশন গঠন করতে পারে ( ) নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক প্রদান করে

 14. ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনের ( Regional Election Commission

) উপর একটি টীকা লেখ উত্তর প্রত্যেক সাধারণ নির্বাচন উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতি কতকগুলি আঞ্চলিক নির্বাচন কমিশনার নিযুক্ত করতে পারেন আঞ্চলিক কমিশনারগণ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন আঞ্চলিক নির্বাচন কমিশনারগণ সাধারণত রাজ্য বিধানসভা রাজ্য বিধানপরিষদের নির্বাচন এবং রাজ্য থেকে লোকসভার সদস্য নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সাহায্য করে থাকেন

 

15. নির্বাচন সম্পর্কিত বিরোধ মীমাংসার ( To solve the election dispute ) জন্য ভারতীয় সংবিধানে কি ব্যবস্থা গৃহীত

উত্তর > ভারতে বর্তমান সাংবিধানিক আইন অনুসারে নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব আদালতের হাতে অর্পণ কর হয়েছে উল্লেখ্য যে , ১৯৭৫ খ্রিস্টাব্দে ৩৯ তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পীকার এই সমস্ত পদাধিকারীদের নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির ক্ষমতা আদালতের হাত থেকে কেড়ে নিয়ে পার্লামেন্টের উপর অর্পণ করা হয় কিন্তু বর্তমান সংবিধান সংশোধনের মাধ্যমে ( ৪৪ তম ) তা পুনরায় আদালতের উপর অর্পণ করা হয়

16. নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক প্রদান ( Symbol distribution ) সম্পর্কিত কাজটি লেখ

উত্তর নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক প্রদান করে অনেক সময় কোনো রাজনৈতিক দলে ভাঙ্গন দেখা দেয় তখন সেই দলের নির্বাচনী প্রতীকের দাবী নিয়ে বিরোধ সৃষ্টি হয় এক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই হল চূড়ান্ত উদাহরণস্বরূপ বলা যায় যে , কংগ্রেস দল একসময় কংগ্রেস ( ) কংগ্রেস ( ) দলে বিভক্ত হয়ে পড়ে নির্বাচন কমিশন কংগ্রেস ( ) -কেই মূল কংগ্রেস দল হিসাবে স্বীকৃতি জানায়

17. ভারতে বহু নির্বাচন কমিশনার ' ( Multimember election commissionerism ) সম্পর্কিত বিতর্কটির ( con troversy ) উপর একটি টীকা লেখ

উত্তর ভারতীয় সংবিধানে কতজন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে সে সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি রাষ্ট্রপতি সংবিধান অনুসারে প্রয়োজন মতো মুখ্য কমিশনার হিসাবে তৎকালীন কমিশনার টি . এন . শেষন তাঁর কার্যকালে এক বিতর্কের সূচনা করেন এবং তিনি একক নির্বাচন কমিশনের প্রধান হিসাবে কতকগুলি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন ফলে ১৯৯৩ খ্রিস্টাব্দের লা অক্টোবর রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে এক অর্ডিন্যান্সের মাধ্যমে বহু নির্বাচন কমিশনারের সূচনা করেন  

 

18. নির্বাচন কমিশনের সদস্যদের কিভাবে পদচ্যুত ( Sus pended ) করা যায় ?

উত্তর রাষ্ট্রপতি বা শাসকদল ইচ্ছামতো নির্বাচন কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন না ব্যাপারে সরকারী দলের স্বৈরাচার রোধ করার ব্যবস্থা সংবিধানে আছে সংক্ষেপে বলা যায় যে , সুপ্রীমকোর্টের বিচারপতিদের যে পদ্ধতিতে অপসারণ করা যায় , মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে সেই পদ্ধতি অনুসরণ করতে হয় সুতরাং , নির্বাচন কমিশনের সদস্যদের পদচ্যুত করার ক্ষমতা পার্লামেন্ট রাষ্ট্রপতির হাতে যৌথভাবে ন্যস্ত করা হয়েছে

 

 19. নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ( Neutral ) গড়ে তুলতে ভারতীয় সংবিধানে কি ব্যবস্থা গৃহীত হয়েছে ?

উত্তর অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থা ছাড়া নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া সম্ভব নয় তাই অন্যান্য গণতান্ত্রিক দেশের মত ভারতেও নির্বাচন সম্পর্কিত দায়দায়িত্ব আইনবিভাগ বা শাসনবিভাগের উপর ন্যস্ত করা হয়নি সংবিধানের ৩২৪ নং ধারা অনুসারে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধান পরিচালনার দায়িত্ব ক্ষমতা ন্যস্ত করা হয়েছে একটি স্বতন্ত্র স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপর

 

 20. ভারতে সমপ্রতিনিধিত্বের ( Equal representation ) নীতিটি কিভাবে গৃহীত হয়েছে ?

উত্তর ভারতে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সমসংখ্যক প্রতিনিধি নির্বাচিত হন লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সদস্য নির্বাচনের ক্ষেত্রে সমানুপাতের নীতি অনুসরণ করা হয় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সমান সংখ্যক প্রতিনিধি নির্বাচিত 

 

হন বিধানসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে যতজন নাগরিক পিছু একজন করে প্রতিনিধি নির্বাচিত হন সেই সংখ্যাগত অনুপাত সমগ্র দেশে একই লোকসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রেও এই সমানুপাতের নীতি মেনে চলা হয় সমানুপাতের নীতির ভিত্তিতে নির্বাচনী এলাকাগুলি নির্দিষ্ট করা হয়

21. মুখ্য নির্বাচন কমিশনারের ওপর সরকার কিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে ?

 উত্তর মুখ্য নির্বাচন কমিশনারের চাকরীর শর্তাদি রাষ্ট্রপতি ধার্য করেন বর্তমানে তিনি দুবছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন তাঁর কার্যকাল বৃদ্ধি করা হবে কিনা তা রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল কিন্তু অনেক সময়ই রাষ্ট্রপতির এই সন্তুষ্টি নির্ভর করে কেন্দ্রীয় মন্ত্রীসভার সন্তুষ্টির ওপর সেই কারণেই মুখ্য নির্বাচন কমিশনারের ওপর কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রভাব বিস্তার করতে পারে এবং এর ফলে নির্বাচন কমিশনের সুনাম নষ্ট হয় অনেকে মনে করেন যে , এম . এল . শাকধরের কার্যকাল বৃদ্ধি করা হয়নি কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রতি যথেষ্ট আনুগত্য দেখান নি বলে  

 


আরো জানার জন্য 

ভারতের সাংবিধানিক পদ:click here 

ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমিকা :click

Post a Comment

0 Comments

>