পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of India)& important Question and Answer
পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of India) in Bengali |
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( First Five Year Plan 1st April , 1951 to 31st March , 1956 ) :
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1st April 1951 সালে শুরু হয় । এই | পরিকল্পনা জাতীয় উন্নয়ন পর্ষদ ছাড়াই রচিত হয় । এই পরিকল্পনার উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি হল ঃ
( i ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশবিভাগের ফলে বিধ্বস্ত অর্থনীতির পুর্ণগঠন করা ।
( ii ) মুদ্রাস্ফীতি প্রতিরােধ করা ।
( iii ) দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা । ( যেমন — রাস্তঘাট তৈরী , পরিবহণ ব্যবস্থা সম্প্রসারণ করা , সেচব্যবস্থা বণ্টন করা , জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা ইত্যাদি ।
( iv ) উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা এবং অর্থনৈতিক অসাম্যতা যতটা সম্ভব হ্রাস করা ।
( v ) খাদ্য সঙ্কট দূর করা এবং কাঁচামালের দুষ্প্রাপ্যতা দূর করা ( যেমন — পাট ও তুলা ) ।
( vi ) উন্নয়ন কর্মসূচীকে কার্যকরী করার জন্য প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা । এই পরিকল্পনায় কৃষিক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় । এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মােট 2,378 কোটি টাকা ব্যয় ধরা হয় , কিন্তু প্রকৃত ব্যয় হয় 1,960 কোটি টাকা । প্রথম পরিকল্পনার সাফল্য লক্ষ্যমাত্রার চেয়ে বেশী হয় —যেটি খুবই আকর্ষণীয় । এই পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির বার্ষিক হার ছিল ( 1980 81 দাম হিসাবে ) 3.6 % ( লক্ষ্য দিলে 2.1 % ) । 9.2 .
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Second Five Year Plan 1st April , 1956 to March 31 , 1961 ) : অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবীশের মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনা গঠিত হয় । এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করা । মূলতঃ লৌহ এবং ইস্পাত , রাসায়নিক শিল্প । ইত্যাদি ভারী ও গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনে জোর দেওয়া হয় । এককথায় দ্বিতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল পরিকল্পনার মাধ্যমে অর্থনীতিতে ‘ জোর ধাক্কা ’ ( big push ) দেওয়া — যাতে ভারতীয় অর্থনীতি দ্রুততার সাথে উন্নয়নের স্তরে পৌছাতে পারে । এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্যগুলি হল ঃ
( i ) জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে জাতীয় আয় বৃদ্ধির হার বার্ষিক 5 % করা ।
( ii ) শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে মূল ও ভারী শিল্পের ওপর গুরুত্ব আরােপ করা ।
( iii ) কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি করা ।
( iv ) অর্থনৈতিক বৈষম্যকে হ্রাস করে আয় ও সম্পদ বণ্টনে সমতা আনা ।
( v ) বার্ষিক মূলধন বিনিয়ােগ 1 % থেকে 11 % করা 1960-61 সালের মধ্যে । এই পরিকল্পনাকালে দুর্গাপুরে ( ইংল্যান্ডের সহায়তায় ) রাউরকেল্লায় ( জার্মানির সহায়তায় ) , বােকারাে এবং ভিলাই ( রাশিয়ার সহায়তায় ) চারটি গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা গড়ে ওঠে । দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মােট সরকারী ও বেসরকারী বিনিয়োেগ হয় 6,831 কোটি টাকা । এই পরিকল্পনাকালে জাতীয় আয় বার্ষিক 427 % হারে বৃদ্ধি পায় ; কিন্তু মাথাপিছু আয়ের বৃদ্ধি হয় মাত্র । 1.9 % । এই পরিকল্পনার লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রেই বিঘ্নিত হয়েছে বিপুল মুদ্রাস্ফীতির জন্য । এই সময় মুদ্রাস্ফীতির হার ছিল 30 % —যেটি প্রথম পরিকল্পনায় 13 % পর্যন্ত নেমেছিল ।
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Third Five Year Plan 1st April 1961 to 31st March , 1966 ) : ভারতীয় অর্থনীতি যে কতটা কৃষিনির্ভর তা দ্বিতীয় পরিকল্পনায় প্রমাণ পাওয়া যায় । দ্বিতীয় পরিকল্পনায় কৃষিক্ষেত্রের অসাফল্য ভারতীয় অর্থনীতির উন্নয়নের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় । এই কারণে তৃতীয় পরিকল্পনায় কর্তৃপক্ষ কৃষির উপর পুনরায় গুরুত্ব আরােপের কথা বলেন । এই পরিকল্পনাতে আত্মনির্ভরশীলতা ( self - reliance ) এবং স্বয়ংচলতা ( Self generating ) - র উপর জোর দেওয়া হয় । এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্যগুলি হল ?
( i ) 5 % এর ঊর্ধ্বে বার্ষিক উন্নয়নের বৃদ্ধি অর্জন করা এবং জাতীয় আয় ও মাথাপিছু আয় যথাক্রমে 30 % ও 17 % বৃদ্ধি করা ।
( ii ) খাদ্যশস্যে আত্মনির্ভশীলতা অর্জন করা ।
( iii ) মূল শিল্প যেমন — লি , রাসায়নিক দ্রব্য , জ্বালানি এবং শক্তি ইত্যাদির বিকাশ ঘটানাে ।
( iv ) দেশের শ্রমশক্তির সদ্বব্যবহার এবং কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি ।
( v ) অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং অর্থনৈতিক ক্ষমতার সুষম বণ্টন ।
এই পরিকল্পনাকালে খাদ্যশস্য এবং শিল্পদ্রব্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করা হয় যথাক্রমে 6 % এবং 14 % । কিন্তু এই সময় খাদ্যশস্য মাত্র 2 % বৃদ্ধি পায় । জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে 2.5 % , যেখানে লক্ষ্যমাত্রা ছিল 5 % । মাথাপিছু আয়ের বৃদ্ধি হয় মাত্র 0.2 % । তবে পরিকল্পনায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার পিছনে বিশেষ ভূমিকা রয়েছে । চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের পরপর দুটি যুদ্ধ যথাক্রমে 1962 ও 1965 সালে । এছাড়া 1966-67 সালে ভারতে খরার প্রাদুর্ভাব ঘটে । এর ফলে জাতীয় আয়ের বৃদ্ধি বিঘ্নিত হয়েছে ।
চূড়ান্ত ব্যর্থতার ( Plan Holiday ) 1966 সালের 31st মার্চ তৃতীয় পঞ্চবার্ষিকী | স্থগিত রাখেন এবং তিনটি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় । কিছু কিছু পরিকল্পনা শেষ হয় এবং ঐ বছরের 1st এপ্রিল চতুর্থ পঞ্চবার্ষিকী | অর্থনীতিবিদ এই অধ্যায়টিকে ( 1966-69 ) পরিকল্পনার ‘ বিরতিকাল পরিকল্পনা শুরু হবার কথা ছিল । কিন্তু তৃতীয় পরিকল্পনার । চূড়ান্ত ব্যর্থতার ( Plan Holiday ) বলে উল্লেখ করেন , যেহেতু এই সময় কোন ফলে বিভিন্ন ক্ষেত্রের উৎপাদন স্থগিত হয়ে যায় । এর ফলস্বরূপ , 1966 নিয়মমাফিক পরিকল্পনা চালু ছিল না । সালে ভারত সরকার অর্থের অবমূল্যায়ন ঘটান যাতে করে ভারতের
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Fourth Five Year Plan 1st April , 1969 to 31st March , 1974 ঃ এই পরিকল্পনার মুখ্য
উদ্দেশ্য ছিল উন্নতির সঙ্গে স্থিতিশীলতা এবং আত্মনির্ভরশীলতার দিকে অগ্রসর হওয়া ।
এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে চতুর্থ পরিকল্পনায় নিম্নলিখিত কার্যসূচী নেওয়া হয়েছিল :
( i ) দেশের অর্থনৈতিক উন্নয়নের হার বার্ষিক 5.7 % স্থির করা ।
( ii ) কৃষি ও শিল্প উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়া ।
( iii ) দেশের মূল্যস্তরকে স্থিতিশীল রাখার উদ্দেশ্যে অর্থের যােগানকে নিয়ন্ত্রণ করা ।
( iv ) সেই সমস্ত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা যেগুলি জনসাধারণ । অধিক পরিমাণে ভােগ করে ।
( v ) কৃষিজ পণ্যের যােগান ও দাম স্থির রাখার উদ্দেশ্যে , কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাফার স্টক ( Buffer stock ) সৃষ্টি করা।
( vi ) জনবিস্ফোরণ প্রতিরােধ করার উদ্দেশ্যে পরিবার পরিকল্পনার কর্মসূচী গ্রহণ করা ।
( vii ) রপ্তানির হার বার্ষিক 7 % বৃদ্ধি করা ।
, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Fifth Five Year Plan 1st April , 1974 to 31st March , 1979 ) : পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হবার কথা ছিল 31 মার্চ 1979 ; কিন্তু কেন্দ্রে জনতা সরকার একবছর আগেই 1978 সালে এই পরিকল্পনার সমাপ্তি ঘােষণা করে । এই পরিকল্পনাকালে স্বনির্ভরতা এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী লােকেদের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টা চালানাে হয় । অর্থনৈতিক স্থিরতা আনার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হয় । এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল :
( i ) জাতীয় আয় বার্ষিক 5 % হারে বৃদ্ধি করা ( লক্ষ্যমাত্রা ছিল 5.5 % ) ।
( ii ) উৎপাদনমুখী কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা ।
( iii ) ন্যূনতম প্রয়ােজন মেটানাের উদ্দেশ্যে 20 - Point Pro gramme চালু করা , যেমন — প্রাথমিক শিল্প , পানীয় জল , গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা , ভূমিহীন শ্রমিকদের বাসস্থান , গ্রামীণ রাস্তা ইত্যাদি জাতীয় কর্মসূচী গ্রহণ । ( iv ) রপ্তানী বৃদ্ধি ও আমদানী পরিবর্ততার নীতি গ্রহণ করা ।
( v ) বিভিন্ন সামাজিক কর্মসূচীর প্রসার ঘটানাে ।
( vi ) কৃষি ও শিল্পের উন্নয়নে জোর দেওয়া , বিশেষত জনসাধারণের উপযােগী দ্রব্যসামগ্রী উৎপাদনে জোর দেওয়া । ( vii ) একটি কার্যকরী দাম - মজুরী নীতি নির্ধারণ করা ।রাজনৈতিক পট পরিবর্তনের ফলে 1978 সালের মার্চ মাসে পঞ্চম পরিকল্পনার অকাল মৃত্যু ঘটে । পরিকল্পনার চার বছরে জাতীয় আয় বার্ষিক 3.9 % হারে বাড়ে যা লক্ষ্যমাত্রার থেকে কম । কৃষিজাত দ্রব্যের রেকর্ড উৎপাদন ঘটে ( 126 কোটি টন ) , কিন্তু শিল্পোন্নয়নের বার্ষিক বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার তুলনায় কম হয় ( 53 % ) ।
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Sixth Five Year Plan 1st April , 1980 to 31st March , 1985 ) : 1977 সালে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে পঞ্চম পরিকল্পনার অকালমৃত্যু ঘটে 1978 সালের মার্চ মাসে এবং একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে জনতা সরকার 1978 সালের 1st April । এই পরিকল্পনাকে বলা হয় বহতা পরিকল্পনা ( Rolling Plan ) । এই যষ্ঠ পরিকল্পনার কার্যকাল ধরা হয় 1978-83 অর্থাৎ , 5 বছর । কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার গঠিত হওয়ার ফলে জনতা সরকারের পরিকল্পনা বাতিল করা হয় এবং 1980 সালে নতুন করে ষষ্ঠ পরিকল্পনা রচনা করা হয় । নতুন ষষ্ঠ পরিকল্পনার মেয়াদকাল ছিল 1980-85 সাল পর্যন্ত । এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল :
( i ) আর্থিক উন্নয়ন এবং উৎপাদনে উৎকর্ষলাভের নীতি গ্রহণ করা ।
( ii ) আধুনিকীকরণে জোর দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক এবং কৃৎকৌশল স্বাবলম্বী হওয়া ।
( iii ) দারিদ্র এবং বেকারত্ব দূর করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ ।
( iv ) ন্যূনতম প্রয়ােজনীয় কর্মসূচীর ( Minimum need Programme ) দ্বারা জনগণের জীবনের মান উন্নীত করা । ( v ) জনবিস্ফোরণ প্রতিরােধ করার জন্য বিভিন্ন ধরনের নীতি গ্রহণে উৎসাহ প্রদান ।
( vi ) স্বল্পকালীন ও দীর্ঘকালীন উন্নয়ন পরিকল্পনার মধ্যে সুসামঞ্জস্য স্থাপন করা এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের রক্ষার জন্য ও উন্নতির জন্য নীতি গ্রহণ করা । এই পরিকল্পনাকালে উন্নয়নের হার বার্ষিক 5.3 % হয় । 1993-94 সালের দামের ভিত্তিতে ( লক্ষ্যমাত্রা ছিল 5 : 2 % ) । বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে অনেক মূল্যবান কর্মসূচী গ্রহণ করা হয় । মাথাপিছু আয় এই সময় বার্ষিক 3.1 % হারে বৃদ্ধি পায় ।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Seventh Five Year Plan 1st April , 1985 to 31st March , 1990 ) ভারতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় । 1985 সালের 1st এপ্রিল এবং তা শেষ হয় 199 ) সালে 31st মার্চ । যদিও প্রবর্তনের প্রায় । 9 মাস পরে 1985 সালের নভেম্বর মাসে এই পরিকল্পনা প্রকাশিত হয় । এই পরিকল্পনার মূল বিষয়গুলি ছিল ও উন্নয়ন , আধুনিকীকরণ , স্বনির্ভরশীলতা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা । পরিকল্পনার প্রধান । উদ্দেশ্যগুলি হল ঃ
( i ) স্বাধীন স্বনির্ভর অর্থনীতি গড়ে তােলা ।
( ii ) আর্থিক উন্নয়নের হার 5 % ধার্য করা ।
( ii ) স্বনির্ভরতার উদ্দেশ্যে রপ্তানী প্রসার এবং আমদানী পরিবর্তনের নীতি গ্রহণ করা ।
( iv ) সামাজিক ও আর্থিক অসাম্য দূর করা ।
( v ) পরিবেশকে রক্ষা করা ।
( vi ) কৃষিজ উৎপাদন বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন প্রচুর পরিমাণে । বৃদ্ধি করা ।
( vii ) শক্তি সঞ্চয় করা এবং অপ্রচলিত শক্তির উৎসগুলির উন্নয়ন । সাধন করা । সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের উন্নয়নের হার ছিল 5.9 % ( 1993-94 সালের দামস্তরের ভিত্তিতে ) ; কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 5 % । এইসময় মাথাপিছু জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 3-7 % । বেশ কিছু ক্ষেত্রে এই পরিকল্পনার উন্নতি লক্ষ্যমাত্রার অনেক নীচে থাকলেও মূল ক্ষেত্রগুলিতে উন্নয়নের হার ছিল আশাপ্রদ । সপ্তম পরিকল্পনাতেই গ্রামীণ নিয়ােগ সুনিশ্চিতকরণ কার্যক্রম ( ( Rural Employment Guarantee Programme : REGP ) নেহেরু রােজগার যােজনা ( NRY ) ও জওহর রােজগার যােজনা ( JRY ) চালু হয় ।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Eighth Five Year Plan 1st April , 1992 to March 31 , 1997 ) :সপ্তম পরিকল্পনার সময়সীমা শেষ হয় 1990 সালের 31st মার্চ এবং অষ্টম পরিকল্পনা আরম্ভ হওয়ার কথা ছিল 1990 সালের 1st এপ্রিল । কিন্তু এইসময় রাজনৈতিক অস্থিরতার দরুন কেন্দ্রে ঘনঘন পটপরিবর্তন হতে থাকে । তাই 1992 সালের 23rd মে NDC একটি গুরুত্বপূর্ণ আলােচনায় স্থির করে অষ্টম পরিকল্পনা শুরু হবে 1st April 1992 এবং তা শেষ হবে 31st March 1997। পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল :
( i ) ফিসক্যাল নীতি , বাণিজ্য নীতি , মানব সম্পদ উন্নয়ন নীতি , শিল্পনীতি ইত্যাদি রূপায়ণের উদ্দেশ্যে প্রকল্পের সুস্পষ্ট অগ্রাধিকার প্রদান ।
( ii ) পর্যাপ্ত পরিমাণে নিয়ােগ সৃষ্টির উদ্দেশ্যে যাতে করে সম্পূর্ণরূপে বেকার সমস্যা দূরীভূত হয় তা নিশ্চিত করা ।
( iii ) প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটিয়ে অশিক্ষার পরিমাণকে দূরীভূত , বিশেষ করে 15-35 বছর বয়স্কদের মধ্যে ।
( iv ) জনসাধারণের পূর্ণসহযােগিতা এবং উৎসাহ - উদ্দীপনার মাধ্যমে বিস্ফোরণের হার নিয়ন্ত্রণ করা ।
( v ) খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও পাশাপাশি রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টির উদ্দেশ্যে কৃষির বিকাশের হার বৃদ্ধি করা এবং কৃষিজ উৎপাদন আরও বৈচিত্র্যমুখী করে তােলা ।
( vi ) দেশের মৌলিক পরিকাঠামাে বৃদ্ধি করা ( যেমন — শক্তি , পরিবহণ , যােগাযােগ ব্যবস্থা , জলসেচ ব্যবস্থা ) যার মাধ্যমে অবিরত দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বজায় রাখা সম্ভব হয় । অষ্টম পরিকল্পনাকালে উন্নয়নের হার গিয়ে দাঁড়ায় 67 % যেখানে । লক্ষ্যমাত্রা ছিল 56 % প্রতি বছর ।
নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Ninth Five Year Plan 1st April , 1997 to March 31 , 2002 ) : নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 সালের 1st April শুরু হয় এবং তা সমাপ্ত হয় 2002 সালের 31st মার্চ । এই যােজনা দ্রুত অর্থনৈতিক বিকাশের সঙ্গে অধিকতর জনগণের জীবনের মান উন্নয়নের একটি যােগসূত্র করার চেষ্টা হয়েছে । এই পরিকল্পনায় প্রধান উদ্দেশ্যগুলি হল ঃ
( i ) কৃষি ও গ্রামীণ বিকাশের হারকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি সুনিশ্চিত করা ।
( ii ) সকলের জন্য খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা ।
( iii ) বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়ােজনীয়তার যােগান দেওয়া , যেমন — বিশুদ্ধ পানীয় জল , প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা , প্রাথমিক শিক্ষা , বস্ত্র , বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা ।
( iv ) সমাজে অনগ্রসর শ্রেণীর মানুষদের ক্ষমতা প্রদান
( v ) জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রতিরােধ করা । vi ) স্বনির্ভরতার প্রচেষ্টাকে শক্তিশালী করা ।
( vii ) পঞ্চায়েতীরাজ , সমবায় সংস্থা এবং স্বনির্ভর গােষ্ঠী ( SHG ) গঠনে সহায়তা করা ।
এই পরিকল্পনা Growth with Equity and Distributive Justice ' উপর নজর দেওয়ার উদ্দেশ্যে চারটি মূল বিষয়ে জোর দেওয়া
( 1 ) জীবনের মানের উপর ( Quality of Life ) ।
( 2 ) কর্মসংস্থান বৃদ্ধি ঘটানো ( Employment Projotion ) । কর্মসংস্থান বৃদ্ধি ঘটানাের উদ্দেশ্যে এবং দারিদ্র্যের দুষ্টচক্র দূরীভূত করতে বিভিন্ন ধরনের শ্রমিক কেন্দ্রিক পরিকল্পনা হাতে নেওয়া হয় । CH1 - National Employment Assurance Scheme ( NEAS )
( 3 ) আঞ্চলিক বৈষম্য হ্রাস করা ( Regional Imbalance ) ।
( 4 ) স্বনির্ভরতা ( Self - dependence ) । নবম পরিকল্পনায় মােট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার দাঁড়ায় 5 : 35 % , এখানে লক্ষ্যমাত্রা ছিল 6.5 % । বেসরকারী বিনিয়ােগ লক্ষ্যমাত্রা থেকে 3 % বেড়েছে । আভ্যন্তরীণ বিনিয়ােগ লক্ষ্যমাত্রার থেকে 5 % কম হয়েছে । কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে , খনন কার্য এবং আর্থিক সেবাকার্যে বিনিয়ােগ লক্ষ্যমাত্রা থেকে 20 % কম হয়েছে । তবে সফটওয়্যার শিল্পে বিনিয়ােগ লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যায় । সরকারী ক্ষেত্রে বিনিয়ােগ হয়েছে । লক্ষ্যমাত্রার 81 % ।
দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Tenth Five Year Plan Ist April , 2002 to 31st March , 2007 ) : এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 2002 সালের 1st April এবং শেষ হয় নির্ধারিত সময়ে 31st March , 2007 সালে ।। পরিকল্পনাকালে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দেওয়া হয় । সেগুলি হল ঃ
( i ) দারিদ্রের অনুপাত 2007 সালের মধ্যে কমিয়ে 20 % এবং 2012 সালের মধ্যে 10 % কমাতে হবে ।
( ii ) 2007 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা ।
( iii ) 2001-11 এই দশকের মধ্যে জনসংখ্যার বৃদ্ধিকে 16 : 2 % কমানাে ।
( iv ) 2007 সালের মধ্যে সাক্ষরতার হারকে 72 % এবং 2012 সালের মধ্যে এই হার 80 % করা ।
( v ) অরণ্যের বৃদ্ধি 2007 সালে 25 % এবং 2012 সালে 33 % করা ।
( vi ) শিশুমৃত্যুর হার 2007 সালের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 45 জন এবং 2012 সালের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 24 জন
( vii ) সমস্ত বড় দূষিত নদীগুলিকে 2007 সালের মধ্যে শােধন করা ।
( viii ) প্রতিটি গ্রামের জন্য 2012 সালের ভিতর পানীয় জলের সুবন্দোবস্ত করা ।
( ix ) আর্থিক উন্নয়নের হার 2002-07 সময়কালের মধ্যে 8 % করা । দশম পরিকল্পনায় বিভিন্ন উল্লেখযােগ্য ব্যবস্থা গ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ হল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরােজগার যােজনা ( SGSY ) চালু করা । এই পরিকল্পনায় উন্নয়নের লক্ষ্যমাত্রা ৪ % ধার্য করা হলেও কার্যত তা অর্জিত হয় 7 : 80 % ।
Some Inportent Question Regarding
পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of india)
1. Planned Economy for India'— বইটি কার লেখা ?
( A ) পণ্ডিত জওহরলাল নেহেরু ( Pt . Jawaharlal Nehru )
( B ) এম . বিশ্বেসরাইয়া ( M. Visheshoraya )
( C ) মহাত্মা গান্ধী ( Mahatma Gandhi )
( D ) দাদাভাই নৌরােজী ( Dadabhai Naoroji )
2. 1945 সালে জনতার পরিকল্পনা ( People's Plan ) কেচালু করেন ?
( B ) এম . শ্রীধরণ ।
( C ) এম . এন , রাও
( D ) এম , এন , রায়
3. তিনটি পরপর বার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?
( A ) 1966-67 থেকে 1968-69
( B ) 1967-68 থেকে 1969-70
( C ) 1965-66 থেকে 1967-68
( D ) 1964-65 থেকে 1966-67
4. পরিকল্পনা অনুমােদন করে কোন্ সংস্থা ?
( A ) NBC
( B ) NSC
( C ) NSE
( D ) NDC
5. জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় ?
( A ) 1974 সালের 31 শে মার্চ
( B ) 1975 সালের 31 শে মার্চ
( C ) 1973 সালের 31 শে মার্চ
( D ) 1976 সালের 31 শে মার্চ ।
6. অধ্যাপক পি . সি . মহলানবিশ কোন্ পরিকল্পনার রূপকার ?
( A ) চতুর্থ ।
( B ) তৃতীয় ।
( C ) প্রথম ।
( D ) দ্বিতীয় ।
7. রােলিং পরিকল্পনার ( Rolling Plan ) সময়কাল কত ?
( A ) 1977-1980
( B ) 1979–80
( C ) 1978-80
( D ) 1980-81
8. নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল ?
( A ) 3.96 %
( B ) 3 %
( C ) 5 %
( D ) 2.1 %
9 , দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক ( 2002–07 ) GDP বৃদ্ধির হার কত ছিল ?
( A ) 8-2
( B ) 7-1
( C ) 8.5
( D ) 7 : ৪
10. কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক GDP বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল ?
( A ) তৃতীয়
( B ) প্রথম ।
( C ) চতুর্থ
( D ) পঞ্চম
11. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
( A ) প্রধানমন্ত্রী
( B ) রাষ্ট্রপতি
( C ) উপরাষ্ট্রপতি
( D ) ক্যাবিনেট সেক্রেটারী ।
12. পরিকল্পনা কমিশন একটি
( A ) নির্বাচিত সংস্থা
( B ) সুপ্রীমকোর্ট দ্বারা নির্বাচিত সংস্থা
( C ) উপদেষ্টা কমিটি
( D ) সাংবিধানিক সংস্থা
13. ভারতে পরিকল্পনা কত সালে শুরু হয় ?
( A ) 1950
( B ) 1951
( C ) 1952
( D ) 1953
14 , পরিকল্পনা কমিশনের ভারত দর্শন —2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয় ?
( A ) 7 %
( B ) 10 %
( C ) 8 %
( D ) 9 %
15. 2016-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে ( 11 তম পরিকল্পনা কমিশন মতে ) ?
( A ) 935
( B ) 950
( C ) 960
( D ) 965
Answer
1. ( B ) 2. ( B ) 3. ( A ) 4. ( D ) 5. ( A ) 6. ( D ) 7. ( C ) 8. ( D ) 9. ( D ) 10. ( C ) 11. ( A )
12. ( C ) 13. ( B ) 14. ( D ) 15. ( B )
0 Comments