If You face any problem while reading any article please see this in Desktop mode

পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of india) in bengali ,question and answer

 

 পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of India)& important Question and Answer

five year plans in india,indian economy,five year plans of india,5 year plan of india,five year plans india,five year plans,planning commission of india,five year plans in india tricks,five year plans in india in hindi,five years plan in indian economy,five year plan in india,five years plan in india in hindi,planning in india,trick of five year plan,all five year plans in india,five-year plans of india,five years plan in india for upsc,all five year plans in india in hindi পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of india)
পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of India) in Bengali



প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( First Five Year Plan 1st April , 1951 to 31st March , 1956 )

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1st April 1951 সালে শুরু হয় । এই | পরিকল্পনা জাতীয় উন্নয়ন পর্ষদ ছাড়াই রচিত হয় । এই পরিকল্পনার উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি হল  ঃ 

( i ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশবিভাগের ফলে বিধ্বস্ত অর্থনীতির পুর্ণগঠন করা ।

( ii ) মুদ্রাস্ফীতি প্রতিরােধ করা । 

( iii ) দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা । ( যেমন — রাস্তঘাট তৈরী , পরিবহণ ব্যবস্থা সম্প্রসারণ করা , সেচব্যবস্থা বণ্টন করা , জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা ইত্যাদি ।

 ( iv ) উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা এবং অর্থনৈতিক অসাম্যতা যতটা সম্ভব হ্রাস করা । 

( v ) খাদ্য সঙ্কট দূর করা এবং কাঁচামালের দুষ্প্রাপ্যতা দূর করা ( যেমন — পাট ও তুলা ) । 

( vi ) উন্নয়ন কর্মসূচীকে কার্যকরী করার জন্য প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা । এই পরিকল্পনায় কৃষিক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় । এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মােট 2,378 কোটি টাকা ব্যয় ধরা হয় , কিন্তু প্রকৃত ব্যয় হয় 1,960 কোটি টাকা । প্রথম পরিকল্পনার সাফল্য লক্ষ্যমাত্রার চেয়ে বেশী হয় —যেটি খুবই আকর্ষণীয় । এই পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির বার্ষিক হার ছিল ( 1980 81 দাম হিসাবে ) 3.6 % ( লক্ষ্য দিলে 2.1 % ) । 9.2 . 


দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Second Five Year Plan 1st April , 1956 to March 31 , 1961 ) : অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবীশের মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনা গঠিত হয় । এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করা । মূলতঃ লৌহ এবং ইস্পাত , রাসায়নিক শিল্প । ইত্যাদি ভারী ও গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনে জোর দেওয়া হয় । এককথায় দ্বিতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল পরিকল্পনার মাধ্যমে অর্থনীতিতে ‘ জোর ধাক্কা ’ ( big push ) দেওয়া — যাতে ভারতীয় অর্থনীতি দ্রুততার সাথে উন্নয়নের স্তরে পৌছাতে পারে । এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্যগুলি হল  ঃ 

( i ) জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে জাতীয় আয় বৃদ্ধির হার বার্ষিক 5 % করা ।

 ( ii ) শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে মূল ও ভারী শিল্পের ওপর গুরুত্ব আরােপ করা ।

 ( iii ) কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি করা ।

 ( iv ) অর্থনৈতিক বৈষম্যকে হ্রাস করে আয় ও সম্পদ বণ্টনে সমতা আনা । 

( v ) বার্ষিক মূলধন বিনিয়ােগ 1 % থেকে 11 % করা 1960-61 সালের মধ্যে । এই পরিকল্পনাকালে দুর্গাপুরে ( ইংল্যান্ডের সহায়তায় ) রাউরকেল্লায় ( জার্মানির সহায়তায় ) , বােকারাে এবং ভিলাই ( রাশিয়ার সহায়তায় ) চারটি গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা গড়ে ওঠে । দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মােট সরকারী ও বেসরকারী বিনিয়োেগ হয় 6,831 কোটি টাকা । এই পরিকল্পনাকালে জাতীয় আয় বার্ষিক 427 % হারে বৃদ্ধি পায় ; কিন্তু মাথাপিছু আয়ের বৃদ্ধি হয় মাত্র । 1.9 % । এই পরিকল্পনার লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রেই বিঘ্নিত হয়েছে বিপুল মুদ্রাস্ফীতির জন্য । এই সময় মুদ্রাস্ফীতির হার ছিল 30 % —যেটি প্রথম পরিকল্পনায় 13 % পর্যন্ত নেমেছিল ।


তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Third Five Year Plan 1st April 1961 to 31st March , 1966 ) : ভারতীয় অর্থনীতি যে কতটা কৃষিনির্ভর তা দ্বিতীয় পরিকল্পনায় প্রমাণ পাওয়া যায় । দ্বিতীয় পরিকল্পনায় কৃষিক্ষেত্রের অসাফল্য ভারতীয় অর্থনীতির উন্নয়নের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় । এই কারণে তৃতীয় পরিকল্পনায় কর্তৃপক্ষ কৃষির উপর পুনরায় গুরুত্ব আরােপের কথা বলেন । এই পরিকল্পনাতে আত্মনির্ভরশীলতা ( self - reliance ) এবং স্বয়ংচলতা ( Self generating ) - র উপর জোর দেওয়া হয় । এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্যগুলি হল ?

 ( i ) 5 % এর ঊর্ধ্বে বার্ষিক উন্নয়নের বৃদ্ধি অর্জন করা এবং জাতীয় আয় ও মাথাপিছু আয় যথাক্রমে 30 % ও 17 % বৃদ্ধি করা । 

( ii ) খাদ্যশস্যে আত্মনির্ভশীলতা অর্জন করা ।

( iii ) মূল শিল্প যেমন — লি , রাসায়নিক দ্রব্য , জ্বালানি এবং শক্তি ইত্যাদির বিকাশ ঘটানাে ।

 ( iv ) দেশের শ্রমশক্তির সদ্বব্যবহার এবং কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি । 

( v ) অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং অর্থনৈতিক ক্ষমতার সুষম বণ্টন । 

এই পরিকল্পনাকালে খাদ্যশস্য এবং শিল্পদ্রব্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করা হয় যথাক্রমে 6 % এবং 14 % । কিন্তু এই সময় খাদ্যশস্য মাত্র 2 % বৃদ্ধি পায় । জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে 2.5 % , যেখানে লক্ষ্যমাত্রা ছিল 5 % । মাথাপিছু আয়ের বৃদ্ধি হয় মাত্র 0.2 % । তবে পরিকল্পনায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার পিছনে বিশেষ ভূমিকা রয়েছে । চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের পরপর দুটি যুদ্ধ যথাক্রমে 1962 ও 1965 সালে । এছাড়া 1966-67 সালে ভারতে খরার প্রাদুর্ভাব ঘটে । এর ফলে জাতীয় আয়ের বৃদ্ধি বিঘ্নিত হয়েছে ।


চূড়ান্ত ব্যর্থতার ( Plan Holiday ) 1966 সালের 31st মার্চ তৃতীয় পঞ্চবার্ষিকী | স্থগিত রাখেন এবং তিনটি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় । কিছু কিছু পরিকল্পনা শেষ হয় এবং ঐ বছরের 1st এপ্রিল চতুর্থ পঞ্চবার্ষিকী | অর্থনীতিবিদ এই অধ্যায়টিকে ( 1966-69 ) পরিকল্পনার ‘ বিরতিকাল পরিকল্পনা শুরু হবার কথা ছিল । কিন্তু তৃতীয় পরিকল্পনার । চূড়ান্ত ব্যর্থতার ( Plan Holiday ) বলে উল্লেখ করেন , যেহেতু এই সময় কোন ফলে বিভিন্ন ক্ষেত্রের উৎপাদন স্থগিত হয়ে যায় । এর ফলস্বরূপ , 1966 নিয়মমাফিক পরিকল্পনা চালু ছিল না । সালে ভারত সরকার অর্থের অবমূল্যায়ন ঘটান যাতে করে ভারতের 


চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Fourth Five Year Plan 1st April , 1969 to 31st March , 1974 এই পরিকল্পনার মুখ্য

উদ্দেশ্য ছিল উন্নতির সঙ্গে স্থিতিশীলতা এবং আত্মনির্ভরশীলতার দিকে অগ্রসর হওয়া । 

এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে চতুর্থ পরিকল্পনায় নিম্নলিখিত কার্যসূচী নেওয়া হয়েছিল :

 ( i ) দেশের অর্থনৈতিক উন্নয়নের হার বার্ষিক 5.7 % স্থির করা । 

( ii ) কৃষি ও শিল্প উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়া ।

 ( iii ) দেশের মূল্যস্তরকে স্থিতিশীল রাখার উদ্দেশ্যে অর্থের যােগানকে নিয়ন্ত্রণ করা । 

( iv ) সেই সমস্ত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা যেগুলি জনসাধারণ । অধিক পরিমাণে ভােগ করে ।

 ( v ) কৃষিজ পণ্যের যােগান ও দাম স্থির রাখার উদ্দেশ্যে , কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাফার স্টক ( Buffer stock ) সৃষ্টি করা। 

( vi ) জনবিস্ফোরণ প্রতিরােধ করার উদ্দেশ্যে পরিবার পরিকল্পনার কর্মসূচী গ্রহণ করা ।

 ( vii ) রপ্তানির হার বার্ষিক 7 % বৃদ্ধি করা ।


, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Fifth Five Year Plan 1st April , 1974 to 31st March , 1979 ) : পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হবার কথা ছিল 31 মার্চ 1979 ; কিন্তু কেন্দ্রে জনতা সরকার একবছর আগেই 1978 সালে এই পরিকল্পনার সমাপ্তি ঘােষণা করে । এই পরিকল্পনাকালে স্বনির্ভরতা এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী লােকেদের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টা চালানাে হয় । অর্থনৈতিক স্থিরতা আনার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হয় । এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল : 

( i ) জাতীয় আয় বার্ষিক 5 % হারে বৃদ্ধি করা ( লক্ষ্যমাত্রা ছিল 5.5 % ) ।

( ii ) উৎপাদনমুখী কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা ।

 ( iii ) ন্যূনতম প্রয়ােজন মেটানাের উদ্দেশ্যে 20 - Point Pro gramme চালু করা , যেমন — প্রাথমিক শিল্প , পানীয় জল , গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা , ভূমিহীন শ্রমিকদের বাসস্থান , গ্রামীণ রাস্তা ইত্যাদি জাতীয় কর্মসূচী গ্রহণ । ( iv ) রপ্তানী বৃদ্ধি ও আমদানী পরিবর্ততার নীতি গ্রহণ করা ।

 ( v ) বিভিন্ন সামাজিক কর্মসূচীর প্রসার ঘটানাে । 

( vi ) কৃষি ও শিল্পের উন্নয়নে জোর দেওয়া , বিশেষত জনসাধারণের উপযােগী দ্রব্যসামগ্রী উৎপাদনে জোর দেওয়া । ( vii ) একটি কার্যকরী দাম - মজুরী নীতি নির্ধারণ করা ।রাজনৈতিক পট পরিবর্তনের ফলে 1978 সালের মার্চ মাসে পঞ্চম পরিকল্পনার অকাল মৃত্যু ঘটে । পরিকল্পনার চার বছরে জাতীয় আয় বার্ষিক 3.9 % হারে বাড়ে যা লক্ষ্যমাত্রার থেকে কম । কৃষিজাত দ্রব্যের রেকর্ড উৎপাদন ঘটে ( 126 কোটি টন ) , কিন্তু শিল্পোন্নয়নের বার্ষিক বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার তুলনায় কম হয় ( 53 % ) ।


 ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Sixth Five Year Plan 1st April , 1980 to 31st March , 1985 ) : 1977 সালে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে পঞ্চম পরিকল্পনার অকালমৃত্যু ঘটে 1978 সালের মার্চ মাসে এবং একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে জনতা সরকার 1978 সালের 1st April । এই পরিকল্পনাকে বলা হয় বহতা পরিকল্পনা ( Rolling Plan ) । এই যষ্ঠ পরিকল্পনার কার্যকাল ধরা হয় 1978-83 অর্থাৎ , 5 বছর । কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার গঠিত হওয়ার ফলে জনতা সরকারের পরিকল্পনা বাতিল করা হয় এবং 1980 সালে নতুন করে ষষ্ঠ পরিকল্পনা রচনা করা হয় । নতুন ষষ্ঠ পরিকল্পনার মেয়াদকাল ছিল 1980-85 সাল পর্যন্ত । এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল :

( i ) আর্থিক উন্নয়ন এবং উৎপাদনে উৎকর্ষলাভের নীতি গ্রহণ করা । 

( ii ) আধুনিকীকরণে জোর দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক এবং কৃৎকৌশল স্বাবলম্বী হওয়া ।

 ( iii ) দারিদ্র এবং বেকারত্ব দূর করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ । 

( iv ) ন্যূনতম প্রয়ােজনীয় কর্মসূচীর ( Minimum need Programme ) দ্বারা জনগণের জীবনের মান উন্নীত করা । ( v ) জনবিস্ফোরণ প্রতিরােধ করার জন্য বিভিন্ন ধরনের নীতি গ্রহণে উৎসাহ প্রদান ।

 ( vi ) স্বল্পকালীন ও দীর্ঘকালীন উন্নয়ন পরিকল্পনার মধ্যে সুসামঞ্জস্য স্থাপন করা এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের রক্ষার জন্য ও উন্নতির জন্য নীতি গ্রহণ করা । এই পরিকল্পনাকালে উন্নয়নের হার বার্ষিক 5.3 % হয় । 1993-94 সালের দামের ভিত্তিতে ( লক্ষ্যমাত্রা ছিল 5 : 2 % ) । বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে অনেক মূল্যবান কর্মসূচী গ্রহণ করা হয় । মাথাপিছু আয় এই সময় বার্ষিক 3.1 % হারে বৃদ্ধি পায় ।



সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Seventh Five Year Plan 1st April , 1985 to 31st March , 1990 ) ভারতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় । 1985 সালের 1st এপ্রিল এবং তা শেষ হয় 199 ) সালে 31st মার্চ । যদিও প্রবর্তনের প্রায় । 9 মাস পরে 1985 সালের নভেম্বর মাসে এই পরিকল্পনা প্রকাশিত হয় । এই পরিকল্পনার মূল বিষয়গুলি ছিল ও উন্নয়ন , আধুনিকীকরণ , স্বনির্ভরশীলতা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা । পরিকল্পনার প্রধান । উদ্দেশ্যগুলি হল  ঃ

 ( i ) স্বাধীন স্বনির্ভর অর্থনীতি গড়ে তােলা । 

( ii ) আর্থিক উন্নয়নের হার 5 % ধার্য করা ।

 ( ii ) স্বনির্ভরতার উদ্দেশ্যে রপ্তানী প্রসার এবং আমদানী পরিবর্তনের নীতি গ্রহণ করা ।

 ( iv ) সামাজিক ও আর্থিক অসাম্য দূর করা ।

 ( v ) পরিবেশকে রক্ষা করা ।

( vi ) কৃষিজ উৎপাদন বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন প্রচুর পরিমাণে । বৃদ্ধি করা । 

( vii ) শক্তি সঞ্চয় করা এবং অপ্রচলিত শক্তির উৎসগুলির উন্নয়ন । সাধন করা । সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের উন্নয়নের হার ছিল 5.9 % ( 1993-94 সালের দামস্তরের ভিত্তিতে ) ; কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 5 % । এইসময় মাথাপিছু জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 3-7 % । বেশ কিছু ক্ষেত্রে এই পরিকল্পনার উন্নতি লক্ষ্যমাত্রার অনেক নীচে থাকলেও মূল ক্ষেত্রগুলিতে উন্নয়নের হার ছিল আশাপ্রদ । সপ্তম পরিকল্পনাতেই গ্রামীণ নিয়ােগ সুনিশ্চিতকরণ কার্যক্রম ( ( Rural Employment Guarantee Programme : REGP ) নেহেরু রােজগার যােজনা ( NRY ) ও জওহর রােজগার যােজনা ( JRY ) চালু হয় ।


অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Eighth Five Year Plan 1st April , 1992 to March 31 , 1997 ) :সপ্তম পরিকল্পনার সময়সীমা শেষ হয় 1990 সালের 31st মার্চ  এবং অষ্টম পরিকল্পনা আরম্ভ হওয়ার কথা ছিল 1990 সালের 1st এপ্রিল । কিন্তু এইসময় রাজনৈতিক অস্থিরতার দরুন কেন্দ্রে ঘনঘন পটপরিবর্তন হতে থাকে । তাই 1992 সালের 23rd মে NDC একটি গুরুত্বপূর্ণ আলােচনায় স্থির করে অষ্টম পরিকল্পনা শুরু হবে 1st April 1992 এবং তা শেষ হবে 31st March 1997। পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল :

 ( i ) ফিসক্যাল নীতি , বাণিজ্য নীতি , মানব সম্পদ উন্নয়ন নীতি , শিল্পনীতি ইত্যাদি রূপায়ণের উদ্দেশ্যে প্রকল্পের সুস্পষ্ট অগ্রাধিকার প্রদান ।

 ( ii ) পর্যাপ্ত পরিমাণে নিয়ােগ সৃষ্টির উদ্দেশ্যে যাতে করে সম্পূর্ণরূপে বেকার সমস্যা দূরীভূত হয় তা নিশ্চিত করা ।

 ( iii ) প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটিয়ে অশিক্ষার পরিমাণকে দূরীভূত , বিশেষ করে 15-35 বছর বয়স্কদের মধ্যে ।

( iv ) জনসাধারণের পূর্ণসহযােগিতা এবং উৎসাহ - উদ্দীপনার মাধ্যমে বিস্ফোরণের হার নিয়ন্ত্রণ করা ।

 ( v ) খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও পাশাপাশি রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টির উদ্দেশ্যে কৃষির বিকাশের হার বৃদ্ধি করা এবং কৃষিজ উৎপাদন আরও বৈচিত্র্যমুখী করে তােলা । 

( vi ) দেশের মৌলিক পরিকাঠামাে বৃদ্ধি করা ( যেমন — শক্তি , পরিবহণ , যােগাযােগ ব্যবস্থা , জলসেচ ব্যবস্থা ) যার মাধ্যমে অবিরত দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বজায় রাখা সম্ভব হয় । অষ্টম পরিকল্পনাকালে উন্নয়নের হার গিয়ে দাঁড়ায় 67 % যেখানে । লক্ষ্যমাত্রা ছিল 56 % প্রতি বছর । 


 নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Ninth Five Year Plan 1st April , 1997 to March 31 , 2002 ) : নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 সালের 1st April শুরু হয় এবং তা সমাপ্ত হয় 2002 সালের 31st মার্চ । এই যােজনা দ্রুত অর্থনৈতিক বিকাশের সঙ্গে অধিকতর জনগণের জীবনের মান উন্নয়নের একটি যােগসূত্র করার চেষ্টা হয়েছে । এই পরিকল্পনায় প্রধান উদ্দেশ্যগুলি হল  ঃ 

( i ) কৃষি ও গ্রামীণ বিকাশের হারকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি সুনিশ্চিত করা । 

( ii ) সকলের জন্য খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা ।

 ( iii ) বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়ােজনীয়তার যােগান দেওয়া , যেমন — বিশুদ্ধ পানীয় জল , প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা , প্রাথমিক শিক্ষা , বস্ত্র , বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা । 

( iv ) সমাজে অনগ্রসর শ্রেণীর মানুষদের ক্ষমতা প্রদান

 ( v ) জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রতিরােধ করা । vi ) স্বনির্ভরতার প্রচেষ্টাকে শক্তিশালী করা ।

 ( vii ) পঞ্চায়েতীরাজ , সমবায় সংস্থা এবং স্বনির্ভর গােষ্ঠী ( SHG ) গঠনে সহায়তা করা ।

এই পরিকল্পনা Growth with Equity and Distributive Justice ' উপর নজর দেওয়ার উদ্দেশ্যে চারটি মূল বিষয়ে জোর দেওয়া 

( 1 ) জীবনের মানের উপর ( Quality of Life ) । 

( 2 ) কর্মসংস্থান বৃদ্ধি ঘটানো ( Employment Projotion ) । কর্মসংস্থান বৃদ্ধি ঘটানাের উদ্দেশ্যে এবং দারিদ্র্যের দুষ্টচক্র দূরীভূত করতে বিভিন্ন ধরনের শ্রমিক কেন্দ্রিক পরিকল্পনা হাতে নেওয়া হয় । CH1 - National Employment Assurance Scheme ( NEAS )

 ( 3 ) আঞ্চলিক বৈষম্য হ্রাস করা ( Regional Imbalance ) ।

 ( 4 ) স্বনির্ভরতা ( Self - dependence ) । নবম পরিকল্পনায় মােট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার দাঁড়ায় 5 : 35 % , এখানে লক্ষ্যমাত্রা ছিল 6.5 % । বেসরকারী বিনিয়ােগ লক্ষ্যমাত্রা থেকে 3 % বেড়েছে । আভ্যন্তরীণ বিনিয়ােগ লক্ষ্যমাত্রার থেকে 5 % কম হয়েছে । কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে , খনন কার্য এবং আর্থিক সেবাকার্যে বিনিয়ােগ লক্ষ্যমাত্রা থেকে 20 % কম হয়েছে । তবে সফটওয়্যার শিল্পে বিনিয়ােগ লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যায় । সরকারী ক্ষেত্রে বিনিয়ােগ হয়েছে । লক্ষ্যমাত্রার 81 % ।


দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( Tenth Five Year Plan Ist April , 2002 to 31st March , 2007 ) : এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 2002 সালের 1st April এবং শেষ হয় নির্ধারিত সময়ে 31st March , 2007 সালে ।। পরিকল্পনাকালে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দেওয়া হয় । সেগুলি হল  ঃ

 ( i ) দারিদ্রের অনুপাত 2007 সালের মধ্যে কমিয়ে 20 % এবং 2012 সালের মধ্যে 10 % কমাতে হবে । 

( ii ) 2007 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা ।

 ( iii ) 2001-11 এই দশকের মধ্যে জনসংখ্যার বৃদ্ধিকে 16 : 2 % কমানাে । 

( iv ) 2007 সালের মধ্যে সাক্ষরতার হারকে 72 % এবং 2012 সালের মধ্যে এই হার 80 % করা ।

( v ) অরণ্যের বৃদ্ধি 2007 সালে 25 % এবং 2012 সালে 33 % করা ।

 ( vi ) শিশুমৃত্যুর হার 2007 সালের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 45 জন এবং 2012 সালের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 24 জন

 ( vii ) সমস্ত বড় দূষিত নদীগুলিকে 2007 সালের মধ্যে শােধন করা । 

( viii ) প্রতিটি গ্রামের জন্য 2012 সালের ভিতর পানীয় জলের সুবন্দোবস্ত করা ।

 ( ix ) আর্থিক উন্নয়নের হার 2002-07 সময়কালের মধ্যে 8 % করা । দশম পরিকল্পনায় বিভিন্ন উল্লেখযােগ্য ব্যবস্থা গ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ হল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরােজগার যােজনা ( SGSY ) চালু করা । এই পরিকল্পনায় উন্নয়নের লক্ষ্যমাত্রা ৪ % ধার্য করা হলেও কার্যত তা অর্জিত হয় 7 : 80 % ।



Some Inportent Question Regarding 

পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Year Plan of india)


 1. Planned Economy for India'— বইটি কার লেখা ? 

( A ) পণ্ডিত জওহরলাল নেহেরু ( Pt . Jawaharlal Nehru ) 

( B ) এম . বিশ্বেসরাইয়া ( M. Visheshoraya ) 

( C ) মহাত্মা গান্ধী ( Mahatma Gandhi ) 

( D ) দাদাভাই নৌরােজী ( Dadabhai Naoroji ) 

2. 1945 সালে জনতার পরিকল্পনা ( People's Plan ) কেচালু করেন ? 

( B ) এম . শ্রীধরণ । 

( C ) এম . এন , রাও 

( D ) এম , এন , রায় 

3. তিনটি পরপর বার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?

 ( A ) 1966-67 থেকে 1968-69

 ( B ) 1967-68 থেকে 1969-70 

( C ) 1965-66 থেকে 1967-68 

( D ) 1964-65 থেকে 1966-67 

4. পরিকল্পনা অনুমােদন করে কোন্ সংস্থা ? 

( A ) NBC

 ( B ) NSC 

( C ) NSE

 ( D ) NDC

 5. জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় ? 

( A ) 1974 সালের 31 শে মার্চ 

( B ) 1975 সালের 31 শে মার্চ 

( C ) 1973 সালের 31 শে মার্চ 

( D ) 1976 সালের 31 শে মার্চ । 

6. অধ্যাপক পি . সি . মহলানবিশ কোন্ পরিকল্পনার রূপকার ?

 ( A ) চতুর্থ । 

( B ) তৃতীয় ।

 ( C ) প্রথম । 

( D ) দ্বিতীয় । 

7. রােলিং পরিকল্পনার ( Rolling Plan ) সময়কাল কত ? 

( A ) 1977-1980

 ( B ) 1979–80 

( C ) 1978-80 

( D ) 1980-81 

8. নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল ?

( A ) 3.96 %

( B ) 3 %

 ( C ) 5 % 

( D ) 2.1 % 

9 , দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক ( 2002–07 ) GDP বৃদ্ধির হার কত ছিল ?

 ( A ) 8-2

 ( B ) 7-1

 ( C ) 8.5 

( D ) 7 : ৪

 10. কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক GDP বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল ?

( A ) তৃতীয় 

( B ) প্রথম । 

( C ) চতুর্থ 

( D ) পঞ্চম 

11. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?

 ( A ) প্রধানমন্ত্রী

 ( B ) রাষ্ট্রপতি 

( C ) উপরাষ্ট্রপতি

 ( D ) ক্যাবিনেট সেক্রেটারী । 

12. পরিকল্পনা কমিশন একটি

 ( A ) নির্বাচিত সংস্থা 

( B ) সুপ্রীমকোর্ট দ্বারা নির্বাচিত সংস্থা 

( C ) উপদেষ্টা কমিটি 

( D ) সাংবিধানিক সংস্থা 

13. ভারতে পরিকল্পনা কত সালে শুরু হয় ? 

( A ) 1950

 ( B ) 1951

 ( C ) 1952 

( D ) 1953 

14 , পরিকল্পনা কমিশনের ভারত দর্শন —2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয় ?

 ( A ) 7 % 

( B ) 10 %

 ( C ) 8 %

 ( D ) 9 % 

15. 2016-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে ( 11 তম পরিকল্পনা কমিশন মতে ) ? 

( A ) 935

 ( B ) 950

 ( C ) 960

 ( D ) 965

Answer

1. ( B ) 2. ( B ) 3. ( A ) 4. ( D ) 5. ( A ) 6. ( D ) 7. ( C ) 8. ( D ) 9. ( D ) 10. ( C ) 11. ( A ) 

12. ( C ) 13. ( B ) 14. ( D ) 15. ( B )

 

 



Post a Comment

0 Comments

>