ভারতের সাংবিধানিক পদ
Today topic is indian constitutional
position(ভারতের সাংবিধানিক পদ)( president and
vp,pm,cji,attorney general ,chief minister)for ssc ntpc wbpsc, . this will help all
aspirants in exam conduct by ssc, wbpsc,rrb, this is in bengali language.
if you have any inquiry comment below.
join our telegram channel for regular update.
Today topic is indian constitutional
position(ভারতের সাংবিধানিক পদ)( president and
vp,pm,cji,attorney general ,chief minister)for ssc ntpc wbpsc, . this will help all
aspirants in exam conduct by ssc, wbpsc,rrb, this is in bengali language.
if you have any inquiry comment below.
join our telegram channel for regular update.
রাষ্ট্রপতি
ভারতের প্রথম রাষ্ট্রপতি : ডক্টর রাজেন্দ্র প্রসাদ ।
ভারতের বর্তমান রাষ্ট্রপতি : রাম নাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি নির্বাচন : ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন না । সংবিধানের ৫৪ নং ধারা অনুসারে তিনি কেন্দ্রীয় । আইনসভা বা পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লােকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং রাজ্যগুলির বিধানসভা সমূহের সদস্যগণ দ্বারা গঠিত নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযােগ্য । সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন ।
যােগ্যতা : সংবিধানের ৫৮ নং ধারায় রাষ্ট্রপতি পদের যােগ্যতাবলি সম্পর্কে আলােচিত হয়েছে ।
( ১ ) ভারতীয় নাগরিক হতে হবে ,
( ২ ) বয়স হবে ন্যূনতম ৩৫ বছর ,
( ৩ ) লােকসভার সদস্য হওয়ার । যােগ্যতাসম্পন্ন হতে হবে
, ( ৪ ) কেন্দ্রীয় বা কোনাে রাজ্য আইনসভার সদস্য থাকা চলবে না ,
( ৫ ) রাষ্ট্রাধীন কোনাে লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না ।
কার্যকাল : ৫ বছর ।
অপসারণ : রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হলেও মেয়াদ উত্তীর্ণ | হওয়ার পূর্বেই তাকে ৫৬ ( ১ ) ( খ ) এবং ৬১ নং ধারা অনুযায়ী । ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করা যায় । রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য সংসদের যে কোনাে কক্ষে প্রস্তাব উত্থাপন করে সেই প্রস্তাবটি দুই - তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের পর সংসদের অপর কক্ষে । পাঠাতে হয় এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ ভােটে প্রস্তাবটি পাশ হলে তবে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ।।
রাষ্ট্রপতির ক্ষমতা :
( a ) শাসন সংক্রান্ত ক্ষমতা :
( i ) রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী - সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য , অ্যাটর্নি জেনারেল , ব্যয় নিয়ন্ত্রক । মহাগণনা পরিষদ , নির্বাচন কমিশনার , কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্বক কমিশনের সদস্য , অঙ্গরাজ্যের রাজ্যপাল , সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি , অর্থকমিশনের সদস্যগণ , আন্তঃরাজ্য কমিশনের সদস্যগণ , ভাষা কমিশনের সদস্যগণ প্রভৃতি পদাধিকারীদের নিয়ােগ করেন ।
( ii ) সংবিধান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি । তিনি স্থল , নৌ ও বিমানবাহিনীর প্রধানদের নিয়ােগ করার পাশাপাশি বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা বা শান্তি স্থাপনও করতে পারেন । অবশ্য এ ব্যাপারে সংসদের অনুমতি নিতে হবে । |
( iii ) ভারতের যাবতীয় সরকারি কাজকর্ম রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয় । ভারতের বৈদেশিক কুটনীতিকদের রাষ্ট্রপতি নিয়ােগে করেন ।
( iv ) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসনব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয় ।
আইন সংক্রান্ত ক্ষমতা : ( i ) সংবিধানে রাষ্ট্রপতিকে লােকসভা এবং রাজ্যসভার সদস্য মনােনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে । ৮০ ( ৩ ) নং ধারা অনুযায়ী সাহিত্য , বিজ্ঞান , সমাজসেবা , চারুকলা প্রভৃতি ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে থেকে ১২ জনকে রাজ্যসভার সদস্য হিসাবে মনােনীততে পারেন । এছাড়া ২ জন ইঙ্গ - ভাতীয়কে লােসভায় । মনােনীততে পারেন ।
( ii ) রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষে অধিবেশন আহ্বান কিংবা সমাপ্তিও ঘােষণা প্রতে পারেন । বিশেষ প্রয়ােজনে লােকসভার মেয়াদ শেষ । হওয়ার আগে তা ভেঙে দিতে পারেন ।
( iii ) ৮৬ ( ১ ) নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনাে কক্ষে কিংবা উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন ।
( iv ) উভয় কক্ষের পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারেন ।
( v ) সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়ােজনে । রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন । |
( vi ) কয়েকটি বিল ( রাজ্যগঠন , রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত ) পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়ােজন হয় । +
অর্থ সংক্রান্ত ক্ষমতা :
(i ) রাষ্ট্রপতির পূর্ব সম্মতি ছাড়া কোনাে অর্থবিল লােকসভায় উত্থাপন করা যায় না ।
( ii ) রাষ্ট্রপতি প্রত্যেক আর্থিক বছরে অর্থনীর মাধ্যমে সংসদে বাজেট উত্থাপন করেন ।
( iii ) আপাতকালীন ব্যয় নির্বাহের কাজে তিনি আকস্মিক ব্যয় সংকুলান তহবিল গঠন রতে পারেন ।
( iv ) কেন্দ্র ও যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য ৫ বছর অন্তর । অর্থকমিশন গঠন করেন ।
বিচার সংক্রান্ত ক্ষমতা :
( i ) সুপ্রিম কোর্ট হাইকাের্টের বিচারপতিদের নিয়ােগ ও অপসারণ করেন ।
( ii ) দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ স্থগিত বা হ্রাস করতে পারেন ।
জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা
( i ) সংবিধান অনুযায়ী তিনি ৩ ধরনের জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন । বহিঃশত্রু আক্রমণের ফলে দেশে নিরাপত্তার প্রয়ােজনে ৩৫২ নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘােষণা তে পারেন । কোনাে রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে ৩৫৬ নং ধারা অনুযায়ী রাজ্যে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা জারি করতে পারেন । ৩৬০ নং ধারা অনুযায়ী তিনি আর্থিক জরুরি অবস্থা ক ক জারি করতে পারেন ।
উপরাষ্ট্রপতি
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি : ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের
বর্তমান উপরাষ্ট্রপতি : এম ভেঙ্কাইয়া নাইডু ।
উপরাষ্ট্রপতি নির্বাচন : সংবিধানের ৬৩ নং ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির মতােই উপরাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের সদস্যের দ্বারা একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন ।
যােগ্যতাঃ
( ১ ) ভারতীয় নাগরিক হতে হবে ,
( ২ ) কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে ,
( ৩ ) রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য প্রয়ােজনীয় যােগ্যতাসম্পন্ন হতে হবে ।
কার্যকাল ও অপসারণ : উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৫ বছর , তবে নিধতি কার্যকাল শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন কিংবা তাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায় ।
ক্ষমতা ও কার্যাবলী : সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার । বলে রাজ্যসভার চেয়ারম্যান । বস্তুত রাজ্যসভায় সভাপতিত্ব করাই । হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ । এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু , পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন ।
প্রধানমন্ত্রী
ভারতের প্রথম প্রধানমন্ত্রী : জওহরলাল নেহরু ভারতের
বর্তমান প্রধানমন্ত্রী :
নরেন্দ্র মােদি ।
নির্বাচন : সংবিধানে প্রধানমন্ত্রীর নিয়ােগ ও নিয়ােগ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলােচনা রা নেই , তবে ৭৫ ( ১ ) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন । বর্তমানে লােকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন , তবে রাষ্ট্রপতি কোনাে কোনাে ক্ষেত্রে রাজ্যসভার সদস্যকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন ।
যােগ্যতা :
(
১ ) ভারতীয় নাগরিক হতে হবে ,
( ২ ) কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে ,
( ৩ ) আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘােষিত ব্যক্তি অথবা সরকারে অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না ।
কার্যকাল ও অপসারণ : রাষ্ট্রপতি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে নিয়ােগ করতে পারেন । তবে কোনাে কোনাে ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বেও তিনি অপসারিত হতে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : লােকসভার সংখ্যাগরিষ্ঠ দল / জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার | মন্ত্রীসভা গঠন করেন ( i ) লােকসভার কার্যক্রম তিনি স্থির করেন ।
( ii ) লােকসভার অধিবেশন আহ্বান , কার্যকাল বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন ।
( iii ) সংসদে বিরােধী দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযােগিতার সম্পর্ক রেখে চলেন ।
( iv ) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নিয়োেগ করেন ।
( v ) মন্ত্রীসভার পুনর্গঠন , দপ্তরবণ্টন প্রভৃতি ক্ষেত্রে তিনি প্রভূত ক্ষমতা দেখান ,
( vi ) প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা ,
(vii ) পররাষ্ট্র নীতির প্রধান রূপকার হিসাবে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা পালন করেন ।
•অ্যাটর্নি জেনারেল
ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল : এম সি সেতালাভড ভারতের
বর্তমান অ্যাটর্নি জেনারেল : শ্রী কে কে বেণুগোপাল
নিযুক্তি : ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭৬ নং ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কে নিয়ােগ করেন ।
যোগ্যতা :
( ১ ) হাইকোর্টের বিচারপতি হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা কিংবা হাইকোর্টের অ্যাডভােকেট হিসাবে ১০ বছরের অভিজ্ঞ হলে এই পদে নিযুক্ত হতে পারেন ।
কার্যকাল ও অপসারণ : কানাে সুনির্দিষ্ট সময়কাল নেই , তবে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তার কার্যকালের মেয়াদ নির্ভর করে ।
ক্ষমতা ও কার্যাবলী : তিনি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি অফিসার । সংসদে আইন সংক্রান্ত কোনাে বিষয়ে সমস্যা দেখা দিলে তিনি তা সমাধান করার চেষ্টা করেন । •
লােকসভার অধ্যক্ষ
ভারতের প্রথম লােকসভার অধ্যক্ষ : জি ভি মাভলঙ্কর ভারতের
বর্তমান লােকসভার অধ্যক্ষ : ওম বিড়লা
নিযুক্তি : সংবিধানের ৯৩ নং ধারা অনুযায়ী লােকসভার সমস্ত সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভােটে তিনি নির্বাচিত হন । মােগ্যতা : লােকসভার সদস্য হিসাবে যে যে যােগ্যতা থাকা দরকার সেই সমস্ত যােগ্যতা থাকলে তিনি স্পিকার পদে নির্বাচিত হতে পারেন । কার্যকাল ও অপসারণ : সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন । লােকসভার স্পিকারকে অপসারণ বিষয়ক প্রস্তাব সংসদে সংখ্যগরিষ্ঠ ভােট পাশ হলে কার্যকাল শেষ হওয়ার আগে তাকে অপসারণ করা যায় । ক্ষমতা ও কার্যাবলী :
( i ) লােকসভার শান্তি শৃঙ্খলা বজায় রাখা । এবং সুষ্ঠুভাবে সভা পরিচালনা করা ।
( ii ) রাষ্ট্রপতি যখন যৌথ অধিবেশন আহ্বান করেন তখন লােকসভার স্পিকার ওই অধিবেশনে । সভাপতিত্ব করেন । ( iii ) কোনাে বিল অর্থবিল কি না সে সম্পর্কে বিতর্ক দেখা দিলে লােকসভার স্পিকারের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হয় । ( iv ) লােকসভার সদস্যদের যাবতীয় সুযােগ সুবিধা ও অধিকারগুলির রক্ষার দায়িত্ব স্পিকারের ।
( v ) লােকসভার আলােচ্য বিষয়সূচি ও তার সময়কাল স্পিকারই নির্ধারণ করেন ।
মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী : প্রফুল্ল কুমার ঘােষ ।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী : মমতা বন্দ্যোপাধ্যায় ।
নিযুক্তি: সংবিধানে মুখ্যমন্ত্রীর নিয়ােগ সংক্রান্ত বিস্তৃত উল্লেখ না থাকলেও ১৬৪ ( ১ ) নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন ।
যোগ্যতা : ( ১ ) ভারতীয় নাগরিক হতে হবে ।
( ২ ) কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে ।
( ৩ ) আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘােষিত ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না ।
কার্যকাল ও অপসারণ : সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন । তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : ( ১ ) রাজ্যপালের প্রধান পরামর্শদাতা । হিসাবে তিনি কাজ করেন ।
( ২ ) বিধানসভার প্রধান নেতা হিসাবে অধিবেশন আহ্বান , স্থগিত , কার্যকাল প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন ।
( ৩ ) বিধানসভায় বিরােধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন ।
( ৪ ) মুখ্যমন্ত্রী হলেন ক্যাবিনেট তােরণের মূল প্রস্তর । তিনি মন্ত্রীসভার দপ্তর বণ্টন বিষয়ে | স্বাধীনতা ভােগ করেন ।
সুপ্রিম কোর্টের বিচারপতি
সুপ্রিম কোর্টের প্রথম মুখ্য বিচারপতি : এইচ জে তানিয়া
সুপ্রিম কোর্টের বর্তমান মুখ্য বিচারপতি :এন ভি ভি রমনা
নিযুক্তি : সংবিধানের ১২৪ নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন সংক্রান্ত আলােচনা করা হয়েছে । বিচারকদেরকলেজিয়াম কর্তৃক প্রদত্ত প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ােগ করতে পারেন ।
যোগ্যতা: ( i ) ভারতীয় নাগরিক হতে হবে ।
( i ) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
( iii ) হাইকোর্টের আইনজীবী হিসাবে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় ।
কার্যকাল ও অপসারণ : সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি ৫ বছরের জন্য কিৰাে ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন । তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে পদত্যাগ রতে পারেন কিংবা .রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন । |
ক্ষমতা ও কার্যাবলী : ভারতের সুপ্রিম কোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে , সর্বোচ্চ আপীল আদালত হিসাবে , সংবিধানের অভিভাবক ও চুড়ান্ত ব্যাখ্যাকার হিসাবে এবং মৌলিক অধিকারের সংরক্ষক হিসাবে তাৎপর্যপূর্ণ কার্যাদি পালন করেন ।
রাজ্যপাল
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল : চক্রবর্তী রাজাগােপালাচারী
পশ্চিমবঙ্গের বর্তমান রাজপাল : জগদীপ ধনখার।
নিযুক্তি : সংবিধানের ১৫৫ নং ধারায় বলা হয়েছে , রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালদের নিযুক্ত করেন ।
যোগ্যতা: ( i ) ভারতীয় নাগরিক হতে হবে ।
( ii ) কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে ।
( iii ) সংসদ বা রাজ্য আইনসভার কোনাে সদস্য হিসাবে অধিষ্ঠিত থাকতে পারবেন না ।
( iv ) তিনি কোনাে লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না
কার্যকাল ও অপসারণ : সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন । কিন্তু কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অথবা অন্য কোনাে রাজ্যের দায়িত্ব দিতে পারেন , তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তিনি পদত্যাগও তে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : ( i ) সংবিধান অনুসারে রাজ্যের স প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের উপর ন্যাস্ত ।
( ii ) রাজ্যপালের নামে রাজ্যের শাসনকার্য পরিচালিত হয় ।
( iii ) তিনি রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন
( iv ) তিনি রাজ্যসভার অধিবেশন আহ্বান , স্থগিত তে পারেন
( v ) রাজ্য সরকারে যাবতীয় সম্ভাব্য আয় - ব্যয়ের হিসেব তিনি প্রত্যেক আর্থিক বছরে অর্থমন্ত্রীকে দিয়ে রাজ্য বিধানসভায় পেশ করান
(vi ) রাজ্যপালের পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি রাজ হাইকোর্টের বিচারপতিগণকে নিয়ােগ করেন ,
( vii ) সংবিধানের ১৬৩ নং ধারায় রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে । এই ক্ষমতা তিনি রাজ্যমন্ত্রীসভার পরামর্শ ছাড়াই স্বাধীনভাবে প্রয়ােগ করতে পারেন ।
কেম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
ভারতের প্রথম CAG : ভি নরহরি রাও
ভারতের বর্তমান CAG : জি সি মুর্মু
।
নিযুক্তি: সংবিধানের ১৪৮ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিযুক্ত করেন । | কার্যকাল ও অপসারণ : সাধারণত ৬ বছরের জন্য নির্বাচিত হন । তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদচ্যুতও হতে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের আয় - ব্যয় সংক্রান্ত হিসেব নিকেশ করে থাকেন । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অডিট রিপাের্ট তৈরি করেন ।
| হাইকোর্টের বিচারপতি
ক্যালকাটা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি : স্যার বার্নের্স
ক্যালকাটা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি : রাজেশ বিন্দাল
নিযুক্তি : রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলাপ - আলােচনা করে হাইকোর্টের বিচারপতিকে নিয়ােগ করেন ।
যােগ্যতা : ( i ) ভারতীয় নাগরিক হতে হবে ।
( ii ) কোনাে হাইকোর্টে অথবা দুই বা ততোধিক হাইকোর্টের অ্যাডাভােকেট হিসাবে ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়
( iii ) ভারতের কোনাে বিচার বিভাগীয় পদে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় ।
কার্যকাল ও অপসারণ : হাইকোর্টের বিচারপতিগণ ৬২ বছর বয়স পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকতে পারেন তবে কার্যকাল শেষ হওয়ার আগে নিজে অবসর গ্রহণ করতে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : হাইকোর্টের ক্ষমতাগুলিকে সাধারণত দুটি এলাকায় বিভক্ত করা যায় ।
( ১ ) মূল এলাকা ( ২ ) আপীল এলাকা । মূল এলাকার অর্থ হল সরাসরি মামলা দায়ের করার ক্ষমতা । অন্যদিকে আপীল এলকার অর্থ হল রাজ্যের মধ্যে হাইকোর্ট দেওয়ানি ও ফৌজদারি উভয়প্রকার মামলার ক্ষেত্রে চুড়ান্ত আদালত হিসাবে কাজ করা ।
আর্থিক কমিশনার
ভারতের প্রথম আর্থিক কমিশনার : কে সি নিয়ােগি
ভারতের বর্তমান আর্থিক কমিশনার : এন কে সিং
নিযুক্তি : সংবিধানের ২৮০ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থকমিশনের কমিশনারকে নিযুক্ত করেন ।
যােগ্যতা : ( i ) হাইকোর্টের বিচারপতি হিসাবে নির্ধারিত যােগ্যতার অধিকারী হতে হবে ,
( ii ) আর্থিক ও অর্থনীতি বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ ক কার্যকাল : ৫ বছর
ক্ষমতা ও কার্যাবলী : রাজ্য ও কেন্দ্রে আর্থিক বণ্টন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ।
UPSC- র সদস্য ও
UPSC- এর প্রথম চেয়ারম্যান : রস বার্কার ।
UPSC- এর বর্তমান চেয়ারম্যান : প্রদীপ কুমার যোশী
নিযুক্তি : সংবিধানের ৩১৫ ও ৩১৬ নং ধারা অনুযায়ী UPSC সদস্যদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন ।
যােগ্যতা : ( i ) ভারত সরকারের অধীনস্থ কোনাে সরকারি বিভাগে কমপক্ষে ১০ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় ।
কার্যকাল ও অপসারণ : UPSC- র সদস্যরা ৬ বছরের জন্য কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকতে পারেন ।
ক্ষমতা ও কার্যাবলী : ( ১ ) সর্বভারতীয় চাকরির পরীক্ষা আয়ােজন করা , নির্ধারিত বিভাগে নিযুক্তি করা , ট্রান্সফার ও চাকরির সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ।
নির্বাচন কমিশনার
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার : সুকুমার সেন ।
ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার : Shri Sushil Chandra
নিযুক্তি : সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনারদের নিয়ােগ ।
কার্যকাল ও অপসারণ : ৬ বছরের জন্য কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন ।
ক্ষমতা ও কার্যাবলী : সংসদের উভয়কক্ষ ( লােকসভা ও রাজ্যসভা ) রাজ্য বিধানসভা , রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি প্রভৃতিদের নিয়ােগ সংক্রান্ত সমস্ত কিছু আয়ােজন করে থাকেন ।
0 Comments