If You face any problem while reading any article please see this in Desktop mode

question and answer for wbp wireless operator on Indian constitution in bengali

 



 নমস্কার 

বন্ধুরা আজকে কয়েকটি wbp wireless operator,ntpc cbt2( সংবিধান ) বিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করছি বাংলা ভাষায় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাইপরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত চোখ বুলিয়ে নেবেন এছাড়া অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর mcq জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটের মেনু  গিয়ে দেখে নিন

1.ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে কে সংযোগ করেন ? উঃ প্রধানমন্ত্রী 

 2. ভারতে প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী কে ? উঃ জনগণ 

 3. লোকসভার দৈনন্দিন বৈঠক মূলতুবি করার ক্ষমতা কার আছে ? উঃস্পিকারের । 

4.ভারতে পঞ্চায়েত সমিতি কোন্ স্তরে আছে ? . উঃ ব্লক স্তরে । 

5.কোন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ? উঃ ডঃ নীলম সঞ্জীব রেড্ডি 

 6. বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে মনোনীত করেন ? উঃ স্পিকার ।

 7. সংবিধানে কোন রাজ্য উপজাতি উন্নয়নের জন্য মন্ত্রী রাখতে বাধ্য নয় ? উঃ বিহার ।

 8. রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা কে ? উঃ প্রধানমন্ত্রী ।  

9.স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন কে ? উঃ আর . কে . শানমুখম চেট্টি । 

10 . লোকসভার স্পিকার ভোটদানের অধিকার প্রয়োগ করেন কখন ? উ : কেবল যখন ‘ টাই ’ হয় অর্থাৎ ভোটগুলি সমান সংখ্যক হয় ।

বাকিটা জানার জন্য pdf ডাউনলোড করুন 



Pdf file name:50 important question on indian constitution 
page:2
Language:bengali

Click here to download


Post a Comment

0 Comments

>