ভারতের স্বাধীনতা আন্দোলন
1. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিলকতখ্রিস্টাব্দে ? উ : 1855 খ্রিস্টাব্দে।
2. 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় আন্দোলন পরিচালিত হয়কাদেরদ্বারা? উঃ নরমপন্থী নেতাদের দ্বারা ।
3. ‘ পূর্ণ স্বরাজদিবস’ কবেপালিতহয়? উঃ 26 জানুয়ারি , 1930 ।
4. ভারতীয় হোমরুলসমাজেরপ্রতিষ্ঠাতা কে? উঃ শ্যামাজী কৃভার্মা ।
5. 1942 খ্রিস্টাব্দেরভারতছাড়োআন্দোলনের নায়িকা হিসেবেকেখ্যাত? উঃ অৰুণা আসফ আলি ।
6. তৃতীয় গোলটেবিলবৈঠকবসেকোথায়? উঃ লন্ডনে ।
7. কংগ্রেস খিলাফত স্বরাজ্য দলকেগঠনকরেন? উঃ চিত্তরঞ্জন দাশ ।
৪. জাপানেপালানোর সময়রাসবিহারী বসুরছদ্মনাম কীহয়? উঃ পি . এন . ঠাকুর ।
9 . কোন্ ইংরেজকে হত্যারজন্যক্ষুদিরাম ওপ্রফুল্ল চাকীকেপাঠানোহয়? উঃ কিংসফোর্ডকে ।
10. ‘ ভাগ করেশাসনকর’ – তত্ত্বটি কার? উঃ লর্ড কার্জনের ।
11. ডিরোজিওর ছাত্রগণ কীনামেপরিচিত? উঃ নব্যবঙ্গ দল নামে ।
12. কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়? উঃ 1919 খ্রিস্টাব্দে ।
13. কোন গ্রন্থটির লেখকরাজেন্দ্রপ্রসাদ ? উঃ ইন্ডিয়া ডিভাইডেড ।
14. কবে চৌরিচৌরার ঘটনাঘটে? উ : 1922 খ্রিস্টাব্দে ।
15. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথমশহিদকেছিলেন? উ : মঙ্গল পান্ডে ।
16. ' চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন' কবেহয়? উ : 1930 খ্রিস্টাব্দের
17. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কেদিয়েছিলেন ? উঃ বল্লভ ভাই প্যাটেল ।
18. দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরগ্রেপ্তারের পরবাংলারকথা' সম্পাদনার দায়িত্ব কেগ্রহণকরেন? উঃ বাসন্তী দেবী
19. বেনারস হিন্দুবিশ্ববিদ্যালয় কেপ্রতিষ্ঠা করেছিলেন ? উঃ মদন মোহন মালব্য ।
20. বিনা বিচারেআটকপ্রথমমহিলারাজবন্দির নাম? উঃ ননীবালা দেবী ।
21. কোন্ যুদ্ধেটিপুসুলতানমৃত্যুবরণ করেন? উঃ চতুর্থ ইঙ্গ - মহীশূর যুদ্ধে ।
22. কত খ্রিস্টাব্দে সারাভারতেসাইমনকমিশনের বিরুদ্ধে সোচ্চার দাবিওঠে? উ : 1928 খ্রিস্টাব্দে ।
23. ভারত ছাড়োপ্রস্তাবটি কোনকংগ্রেস অধিবেশনে গৃহীতহয়েছিল ? উঃ ওয়ার্ধা অধিবেশনে ।
24. কেশরী ওমারাঠাপত্রিকার সম্পাদক কেছিলেন? উঃ বালগঙ্গাধর তিলক ।
25. কাবুলে অস্থায়ী ভারতসরকারকোননেতারনেতৃত্বে গঠিতহয়? উঃ রাজা মহেন্দ্রপ্রতাপ ।
26. ভার্নাকুলার প্রেসঅ্যাক্ট কেচালুকরেন? উঃ লর্ড লিটন ।
27. বর্গাদারদের স্বার্থরক্ষার জন্যঅধিকারআন্দোলন কোথায়হয়েছিল ? উঃ উত্তরপ্রদেশে।
28. ভারতীয় বিপ্লববাদের জননীনামেকেপরিচিত? উঃ মাদাম কামা ।
29. ' ইন্ডিয়া উইনসফ্রিডম' গ্রন্থটির রচয়িতা কে? উঃ মৌলানা আবুল কালাম আজাদ ।
30. হিন্দু মিশনারি সোসাইটি কোথায়স্থাপিত হয়েছিল ? উঃ মহারাষ্ট্রে।
31. ভারতের প্রথমভাইসরয় ছিলেনকে? উঃ লর্ড ক্যানিং ।
32. কবে বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকরী ঘোষণাহয়? উঃ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর ।
33. ‘ শের - ই- বঙ্গাল' কাকেবলাহত? উঃ ফজলুল হককে ।
34. ' বঙ্গ ' প্রস্তাব কাররচনা? উঃ হাবার্ট রিজলী - র ।
35. ভারতের জাতীয়কংগ্রেস কবেপ্রতিষ্ঠিত হয়? উ : 1885 খ্রিস্টাব্দে ।
36. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে? উঃ মুজাফফর আহমেদ ।
37. বঙ্গভঙ্গ রদকরেনকে? উঃ লর্ড হার্ডিঞ্জ ।
38. দীনবন্ধু মিত্রের প্রকৃতনামকী? উঃ গন্ধব নারায়ণ মিত্র ।
39. ভারতে প্রথমমহিলাবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেনকে? উঃ মহম্মদ আলি ।
40. সর্বপ্রথম ‘ বয়কটের আহ্বানজানানকে? উঃ কৃত্স্নকুমার মিত্র ।
41. মহাত্মা গান্ধিকখনভারতেরস্বাধীনতা সংগ্রামে যোগদানকরেন? উঃ 1915 খ্রিস্টাব্দে ।
42. চট্টগ্রামে কোন্বিপ্লবীর নামবিশেষভাবে স্মরণীয় ? উঃ সূর্য সেন ।
43. রবীন্দ্রনাথ ঠাকুরকতখ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনকরেন? উঃ 1920 খ্রিস্টাব্দে ।
44. কোন বইকেআধুনিকবাঙালিদেশপ্রেমের বাইবেলবলাহয়? উঃ ‘ আনন্দমঠ’কে ।
45. ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উঃ তিলক ।
46. মেদিনীপুরের জেলাশাসক পেডিকেকেহত্যাকরেন? উঃ বিনয় দাশগুপ্ত ।
47. বিবেকানন্দকে স্বামিজি উপাধিদেনকে? উঃ অজিত সিং ।
48. কোন ভাইসরয়ের সময়েঅস্ত্রআইনচালুহয়? উঃ লর্ড লিটন ।
49. কে জাতীয়কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ‘ তিনদিনেরতামাসা’ বলেঅভিহিতকরেন? উঃ অশ্বিনী কুমার দত্ত 50. প্রার্থনা সমাজস্থাপিত হয়কাথায়? উঃ কলকাতায় ।
0 Comments